পানাজি: গোয়া বিধানসভা ভোটে নয়া মোড়৷ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। শুক্রবার সকালে নিজের প্রার্থীপদ প্রত্যাহারের কথা ঘোষণা করে ফেলেইরো৷ তিনি জানান, তাঁর পরিবর্তে ফাতোরদা বিধানসভা কেন্দ্রে এক মহিলাকে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে। তাঁর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই প্রার্থী হিসাবে ফাতোরদা কেন্দ্রে আইনজীবী শেইলা অভিলিয়া ভাসের নাম ঘোষণা করা হয়৷
আরও পড়ুন- প্রাকৃতিক সংকটের ঝুঁকিপূর্ণ জেলা কোনগুলি? ‘ওয়েদার হ্যাজার্ড অ্যাটলাস’-এ তালিকা প্রকাশ
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ফেলেইরো বলেন, ‘‘আমি গোয়ার ফাতোরদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছি। আমার পরিবর্তে এই কেন্দ্র থেকে একজন মহিলা প্রার্থী ভোটে দাঁড়াবেন। তিনি পেশাদার আইনজীবী। মহিলাদের ক্ষমতায়নই আমাদের দলের নীতি৷’
কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো। এর পরেই তাঁকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি বলে ঘোষণা করা হয়৷ পরে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন ফেলেইরো। গোয়া বিধানসভা ভোটে ফাতোরদা কেন্দ্র থেকে ফেলেইরোকে প্রার্থী করে তৃণমূল। দিন দশ আগেই প্রকাশিত হয় সেই প্রার্থী তালিকা৷ ফেলেইরোর পাশাপাশি গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাওকে টিকিট দেয় তৃণমূল৷ তাঁকে বেনাউলিম কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু আজ আচমকাই প্রার্তী পদ প্রত্যাহার করে নিলেন ফেলেইরো৷
এদিকে চলতি সপ্তাহেই ফেলেইরোর নেতৃত্বে গঠিত হয়েছে গোয়া তৃণমূলের ১২ সদস্যের ইস্তাহার কমিটি৷ এতখানি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকর পরেও গোয়া নির্বাচন থেকে তাঁর সরে দাঁড়ানো ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা৷ উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে ২০১৭ পর্যন্ত ফাতোরদার অদূরে গোয়ার নভেলিন বিধানসভা কেন্দ্র থেকে মোট সাত বার জয়ী হয়েছেন ফেলেইরো।