ব্রেকিং: সংসদ ভবনেও এবার করোনার ছায়া! আইসোলেশনে সচিবালয় কর্মী

সংসদভবনেও এবার করোনার ছায়া৷ লোকসভার সচিবালয়ে কর্মরত এক সাফাইকর্মীর শরীরে থাবা বসাল কোভিড-১৯৷ ওই কর্মীকে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মঙ্গলবার খবরটি প্রকাশ্যে আসে৷

নয়াদিল্লি: সংসদভবনেও এবার করোনার ছায়া৷ লোকসভার সচিবালয়ে কর্মরত এক সাফাইকর্মীর শরীরে থাবা বসাল কোভিড-১৯৷ ওই কর্মীকে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মঙ্গলবার খবরটি প্রকাশ্যে আসে৷

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই দফতরে হাজিরা দিচ্ছিলেন না লোকসভা সচিবালয়ের ওই সাফাই কর্মী৷ জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ এর পরই তাঁর করোনা পরীক্ষা করা হয়৷ তাঁর পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে৷ এর পরেই দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের বিশেষ ওয়ার্ডে চিকিৎসা শুরু হয় তাঁর৷ ওই কর্মীর পরিবারের বাকি ১১ জন সদস্যেরও করোনা পরীক্ষা করা হয়েছে৷ তবে তাঁদের রিপোর্ট এখনও হাতে আসেনি৷ তাঁর পরিবারের সমস্ত সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে৷ তাঁদের মধ্য দিল্লির বাড়িটি ঘিরে রেখেছে সিভিক পুলিশ৷ 

এদিন সকালে রাষ্ট্রপতিভবনেও করোনা সংক্রমণের খবর মেলে৷ এক সাফাইকর্মীর পুত্রবধূর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের ১২৫টি বাড়ির সদস্যদের আইসোলেশনে পাঠানো হয়। তার মধ্যে ২৫টি বাড়ির সদস্যকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অন্যদিকে, ভারতে করোনায় আক্রান্তের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র৷ আক্রান্ত সেখানে ৪৬৬৬ জন৷ ৫৭২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ২৩২ জন রোগীর মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্রের পর তালিকায় দ্বিতীয় নয়াদিল্লি৷ রাজধানীতে মোট কআক্রন্ত দু’হাজারেরও বেশি৷ ৪৭ জনের মৃত্যু হয়েছে৷ সুস্থ হয়েছেন ৪৩১ জন৷ দিল্লির পর রয়েছে গুজরাত৷ আক্রান্ত সেখানে ২ হাজার৷ সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন৷ ৭১ জনের মৃত্যু হয়েছে৷ রাজস্থানে আক্রান্ত ১৫৭৬ জন৷ মৃত্যু হয়েছে ২৫ জনের৷ ২০৫ সুস্থ হয়ে গিয়েছেন৷ তামিলনাড়ুতে মোটা আক্রান্ত ১৫২০ জন৷ মৃত্যু হয়েছে ১৭ জনের৷ সুস্থ ৪৫৭ জন৷ মধ্যপ্রদেশে আক্রান্ত ১৪৮৫ জন৷ সুস্থ হয়ে উঠেছেন ১২৭ জন৷ মৃত্যু হয়েছে ৭৪ জনের৷ উত্তরপ্রদেশে আক্রান্ত ১১৮৪, মৃত্যু ১৮, সুস্থ ১৪০ জন রোগী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =