সুখবর, আরও সস্তা রান্নার গ্যাস, বাংলায় LPG গ্যাসের দাম কত জানেন?

সুখবর, আরও সস্তা রান্নার গ্যাস, বাংলায় LPG গ্যাসের দাম কত জানেন?

3 stocks recomended

নয়াদিল্লি: আতঙ্কের আবহেই খানিক স্বস্তি গৃহস্থে৷ ভুতুর্কিহীন এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটিড (আইওসি)৷

করোনা পরিস্থিতিতে বহু পরিবারের রোজগার বন্ধ হয়েছে৷ সঞ্চিত পুঁজি দিয়েই চলছে সংসার৷ দুঃশ্চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে৷ এর মাঝেই মিলল খুশির খবর৷  বুধবার ১ এপ্রিল থেকেই দেশের বিভিন্ন মেট্রো শহরগুলোতে ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৬১ টাকা ৫০ পয়সা থেকে ৬৫ টাকা পর্যন্ত কমানো হচ্ছে। চার মহানগরীর মধ্যে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সবথেকে বেশি কমেছে কলকাতায়।

ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, মার্চ মাসে কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৩৯.৫০ টাকা। এপ্রিলের শুরুতেই তা আরও ৬৫ টাকা কমে দাঁড়িয়েছে ৭৭৪.৫০ টাকা। মুম্বইয়ে ৭৭৬.৫০ টাকা থেকে দাম কমে হয়েছে ৭১৪.৫০ টাকা আর চেন্নাইয়ে ৮২৬ টাকা থেকে দাম কমে হয়েছে ৭৬১.৫০ টাকা ৷ দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভুতুর্কিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৮০৫.৫০ টাকা থেকে কমে ৭৪৪ টাকা হয়ে গিয়েছে ৷

বর্তমানে, সরকার প্রতি বছর পরিবার পিছু ১৪.২ কিলোগ্রাম ওজনের ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয়৷ তবে প্রাথমিকভাবে গ্রাহককে বাজার মূল্যেই কিনতে হয় গ্যাস। পরে মেলে ভর্তুকির টাকা৷
এদিকে, ১৯ কিলোগ্রাম এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও কম করা হয়েছে ৷ পয়লা এপ্রিল থেকে লাগু হবে নতুন দাম৷ রাজধানী দিল্লিতে ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমবে ৯৬ টাকা৷ এর আগে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৩৮১.৫০ টাকা ৷ পয়লা এপ্রিল থেকে দাম কমে ১২৮৫.৫০ টাকা হল৷

এর আগে ৩১ মার্চ দেশে উৎপাদিত ন্যাচরাল গ্যাসের দাম কমানোর ঘোষণা করেছিল সরকার৷ এর ফলে সিএনজি, পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া পিএনজি-র দামও অনেকটাই কমবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + five =