Aajbikel

মাসের শুরুতেই সুখবর, এক ধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম!

 | 
গ্যাস

কলকাতা: মাসের শুরুতেই সুখবর৷ জিডিপি হার বৃদ্ধির পর এবার কমল গ্যাসের দাম৷ বেশ খানিকটা কমানো হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানো হয়েছে। ১ জুন থেকেই নয়া দাম কার্যকর করা হবে৷ আজ থেকে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের জন্য গুণতে হবে ১৮৭৫. ৫০ টাকা। 

গত এপ্রিল এবং মে মাসের শুরুতেও বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল। এই নিয়ে পরপর তিন মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমল। তবে ১৯ কেজির সিলিন্ডারের দাম  কমলেও ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই রাখা হয়েছে।

গত মাস পর্যন্ত কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৬০.৫০ টাকা। আজ থেকে নতুন দাম কার্যকর হওয়ায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস কিনতে খরচ হবে ১৮৭৫.৫০ টাকা। অন্যদিকে ১৪ কেজি রান্নার গ্যাস কিনতে সিলিন্ডার পিছু খরচ পড়বে ১১২৯ টাকা। ফলে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও হেঁশেলের চাপ একই থাকছে৷ তবে সুবিধা হবে হোটেল এবং খাবারের দোকানগুলির৷ 


রান্নার জন্য গৃহস্থের বাড়িতে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়৷ সেই দামে কোনও বদল আসেনি৷ আর ১৯ কেজির এলপিজি সিলিন্ডারগুলি ব্যবহার করা হয় বাণিজ্যিক ক্ষেত্রে৷ অর্থাৎ হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন  অনুষ্ঠান বাড়িতে৷ উল্লেখ্য, এভাবে পরপর তিনমাস বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলেও ডোমেস্টিক সিলিন্ডারগুলির দাম এইমুহূর্তে কমবে কিনা, তা নিশ্চিত নয়।

Around The Web

Trending News

You May like