Aajbikel

ফের বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস জারি করল IMD

 | 
বৃষ্টি

কলকাতা:  ফের নিম্নচাপের ভ্রুকুটি৷ ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে৷ বুধবার সকালের মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে৷ আন্দামান সাগর সংলগ্ন ট্রপোস্ফিয়ার স্তরে এর গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছে আইএমডি৷ এর জেরে বুধবার থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হবে৷ ১৬ নভেম্বর থেকে টানা পাঁচদিন সেখানে বৃষ্টি হবে৷ 

আরও পড়ুন- অত্যাচার হয়েছে, মৃত্যুভয়ও ছিল, তাও সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি শ্রদ্ধা! কেন


মৌসম ভবন আরও জানাচ্ছে, নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ তেমনই পূর্বাভাস জারি করা হয়েছে৷ মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে৷ ১৬ ও ১৭ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে তাঁদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে৷ সেই সঙ্গে ২০ এবং ২১ নভেম্বর তামিলনাড়ু-পুদুচেরি অঞ্চলে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ 


এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতেও৷ বৃষ্টি হবে পারে কেরল ও নিকোবর দ্বীপপুঞ্জেও৷ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ এই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে৷ সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার৷  তবে এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানাচ্ছে আইএমডি৷ 

Around The Web

Trending News

You May like