২০১ দিন পর স্বস্তির বদল দেশের কোভিড গ্রাফে! একদিনে টিকা ১ কোটি

২০১ দিন পর স্বস্তির বদল দেশের কোভিড গ্রাফে! একদিনে টিকা ১ কোটি

3477ece5d01cf22a8e5125352dacd4ef

নয়াদিল্লি: দেশের করোনা সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। আর আজ ২০১ দিন পর বড়সড় বদল এসেছে দৈনিক সংক্রমণে। কারণ একদিনে আক্রান্তের সংখ্যা কমেছে ২০ হাজারের নিচে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে। 

আরও পড়ুন- স্বামীর সঙ্গে দিদির বাড়ি যাওয়ার পথে বাইক থেকে ছিটকে লরিতে পিষ্ট মহিলা 

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৭৯৫ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এর মধ্যে কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯৯ জন, মৃত্যু হয়েছে ৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৬ হাজার ০৩০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ২০৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লক্ষ ৫৮ হাজার ০০২ জন। দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩ জনের। মোট টিকাকরণ হয়েছে ৮৭ কোটি ০৭ লক্ষ ০৮ হাজার ৬৩৬। গত ২৪ ঘণ্টায় ১ কোটি ২ লক্ষ ২২ হাজার ৫২৫ জনের টিকাকরণ হয়েছে। 

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন নিয়ে কমিশনের হলফনামা নিয়ে ভর্ৎসনা হাইকোর্টের

এদিকে চরম সুখবর দিয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষক ডেম সারা গিলবার্ট। তিনি জানাচ্ছেন, জিনের গঠনমূলক পরিবর্তনের ফলেই এমনটা হতে চলেছে। ভবিষ্যতে করোনার আরও বেশি প্রাণঘাতী হওয়ার আশঙ্কা একেবারেই কম বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলছেন, আগামী দিনগুলিতে করোনা ভাইরাস আরও দুর্বল হতে থাকবে এবং শেষমেষ সেটি সাধারণ ‘ফ্লু’ ভাইরাস হয়ে থেকে যাবে। অন্যদিকে, মারণক্ষমতাও হ্রাস পাবে এই ভাইরাসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *