বর্ণবৈষম্য বিতর্কের জের! বিজ্ঞাপন থেকে ‘সাদা’, ‘ফর্সা’ তুলে নিল ল’রিয়াল

বর্ণবৈষম্য বিতর্কের জের! বিজ্ঞাপন থেকে ‘সাদা’, ‘ফর্সা’ তুলে নিল ল’রিয়াল

ওয়াশিংটন:  আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের শ্বেতাঙ্গ পুলিশের হাতে মৃত্যুর পর থেকে পৃথিবী জুড়ে নতুন করে ফের মাথাচাড়া দিয়েছে বিতর্ক। ২০২০ সালে দাঁড়িয়েও বর্ণবৈষম্যের ভ্রুকুটি পিছু ছাড়ছে না। আশার কথা, মার্কিন যুবকের মৃত্যুর পর এককাট্টা হয়েছে সভ্য সমাজ। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ এই স্লোগান জার্সিতে চাপিয়ে খেলতে নামছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররাও। এদিকে নেটিজেনদের তোপের মুখে পড়েছে প্রসাধনী পণ্য বিক্রয়কারী সংস্থাগুলি। বিশেষ করে ফর্সা হওয়ার ক্রিম বা ফেসওয়াশ বানানো সংস্থাগুলি পড়েছে প্রবল রোষের কবলে। এমতাবস্থায় বিজ্ঞাপনে ফর্সা, সাদা এ ধরনের শব্দ ব্যবহার করা বন্ধ করল বিখ্যাত প্রসাধন সংস্থা ল’রিয়াল।

ক্রিম বা ফেসওয়াশের বিজ্ঞাপনে কালো থেকে ফর্সা হওয়ার উপায় বাতলাতে দেখা যায় সংস্থাগুলিকে। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বেগতিক বুঝে সেই রাস্তায় আর হাঁটতে নারাজ লরিয়াল। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে, ল’রিয়াল ত্বকের রং সংক্রান্ত এই চিন্তাভাবনাকে সমর্থন জানিয়েই তাদের বিজ্ঞাপনে ফর্সা বা ফর্সা বানানো, এ ধরনের কোনও শব্দ বা শব্দবন্ধ রাখবে না। প্রসঙ্গত উল্লেখ্য, গার্নিয়ার, ল’রিয়াল প্যারিসের মতোই বিশ্বের অন্যতম সেরা প্রসাধনী সংস্থা হল ল’রিয়াল।

ভারতে প্রবল জনপ্রিয় ক্রিম ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। বেগতিক বুঝে ক্রিমের নাম থেকে ‘ফেয়ার’ শব্দটি তুলে নিয়েছে সংস্থাটি। আবার মার্কিন বড় সংস্থা জনসন অ্যান্ড জনসন তাদের ত্বক ফর্সা করার ক্রিম বিক্রি বন্ধ করে দিয়েছে। অবশ্য কলকাতা স্থিত সংস্থা ইমামির পণ্য ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ এখন বাজারে চলছে। ইমামি জানিয়েছে তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। দরকার মতো পদক্ষেপ নেবে তারা বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 18 =