নয়াদিল্লি: করোনায় আরও কত কি না ঘটবে৷ এবার বিয়ের বিজ্ঞাপনেও করোনা টিকা নেওয়া পাত্র চাইয়ের আবেদন! এই বিজ্ঞাপনটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন কংগ্রেস নেতা শশী থারুর৷
সংবাদপত্রের পাতায় পাত্র-পাত্রী চেয়ে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারটি বহু দিন ধরে চলে আসছে। বতর্মানে বিভিন্ন অনলাইন মাধ্যমও গড়ে উঠেছে পাত্র-পাত্রীর বিজ্রাপন দেওয়ার জন্য৷ বহু মানুষ এখনও বিয়ের কনে বা পাত্র খুঁজতে বিজ্ঞাপন দেন ছেলে মেয়ের জন্য৷ তবে করোনা আবহে এবার এই বিজ্ঞাপনের চিত্রটাও বদলে গিয়েছে। সেই বদলে যাওয়া বিজ্ঞাপনের ছবিই দেখা গেল একটি মজার পোস্টে। বিজ্ঞাপনটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন শশী থারুর। তিনি মাঝে মধ্যেই নানা মজার বিষয় শেয়ার করে থাকেন টুইটারে। তবে তাঁর এই পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘এটাই কি এবার আমাদের নতুন স্বাভাবিক জীবন?’
বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, বিয়ের জন্য পাত্র চেয়ে একটি মেয়ের পরিবারের তরফে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে, ‘মেয়েটি রোমান ক্যাথলিক। বয়স ২৪ বছর। পড়াশোনায় এমএসসি করেছেন। রোজগার করেন।’ এই পর্যন্ত তো স্বাভাবিক ছিল৷ কিন্তু এরপরই ছিল অবাক করার মতো বিষয়টি৷ সেখানে লেখা রয়েছে, ‘কোভিশিল্ড ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন পাত্রীর জন্য রোমান ক্যাথলিক পাত্র চাই। যিনি ইতিমধ্যেই কোভিভ ১৯ ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণ করেছেন৷ বয়স ২৮ থেকে ৩০, স্বাধীন, ধৈর্যশীল, বই পড়তে ভালোবাসে এমন পাত্র যোগাযোগ করুন। নম্বর ৯৮২২১৪২০৩৭ (হোয়াটসঅ্যাপ)। করোনার সৌজন্যে এমন বিজ্ঞাপনেরও দেখা মিলল৷ এই বিজ্ঞাপন থেকেই প্রমাণ পাওয়া যায়, করোনা মানুষের জীবন কতটা বদলে দিয়েছে৷ তবে আশার বাণী এই যে, টিকার প্রয়োজনীয়তা মানুষ বুঝতে পেরেছে৷ শুধু তাই নয়, বিয়ের ক্ষেত্রেও টিকা নেওয়ার বিষয়টিকে মানুষ প্রাধান্য দিচ্ছে। এটাই গোটা ঘটনার নির্যাস৷