কত টাকা বেতন একজন সাংসদের? পাবেন কী কী সুবিধা? তালিকা দীর্ঘ

Lok Sabha MP salary allowances সাংসদ হওয়ার পর ঠিক কোন কোন সুযোগ, সুবিধা পাবেন? হইহই করে মিটেছে লোকসভা নির্বাচন পর্ব। মোট ৫৪৩ আসনের মধ্যে এনডিএ…

loksabha mp salary allowances

Lok Sabha MP salary allowances

সাংসদ হওয়ার পর ঠিক কোন কোন সুযোগ, সুবিধা পাবেন?

হইহই করে মিটেছে লোকসভা নির্বাচন পর্ব। মোট ৫৪৩ আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯৩টি আসন আর বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৪ এবং অন্যান্যরা পেয়েছে ১৭ টি আসন। সাংসদ হিসেবে যেমন বেশ কিছু পুরনো মুখ রয়েছে তেমনই একাধিক নতুন নেতা নেত্রী প্রথমবার সংসদে প্রবেশ করবেন। সাংসদ হওয়ার পর ঠিক কোন কোন সুযোগ, সুবিধা পাবেন তারা? জেনে নেওয়া যাক।

সাংসদ বেতন Lok Sabha MP salary

২০১৮ সালে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভার সদস্যদের মাসিক বেতন বৃদ্ধি করা হয়। সেই হিসেবে প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন পান একজন সাংসদ। মূল বেতনের পাশাপাশি সাংসদরা একাধিক ভাতা পান। এরমধ্যে রয়েছে সংসদীয় এলাকায় পরিষেবা দেওয়ার জন্য প্রতি মাসে ৭০ হাজার টাকা ভাতা। এছাড়াও রয়েছে, প্রতি মাসে অফিস খরচের জন্য ৬০ হাজার টাকা ভাতা। যখন সংসদের অধিবেশন চলে কিংবা কোনও সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়, তখন উপস্থিতির জন্য সাংসদেরা দিনে ২০০০ টাকা করে ভাতা পান।

সাংসদ আবাসন

বিনামূল্যে সরকারি বাসস্থান পান সাংসদরা। পাঁচ বছরের জন্য ওই বাংলোয় নিখরচায় বসবাস করেন তাঁরা। তবে বাড়িটির আকার, অবস্থান কেমন হবে, তা নির্ভর করে একজন সাংসদ কত বার নির্বাচিত হয়েছেন, তার উপরে। কোনও সাংসদ যদি সরকারি বাংলো না গ্রহণ করেন, সেক্ষেত্রে মাসে ২ লক্ষ টাকা পাওয়া যায়।

জল এবং বিদ্যুৎ বিল

প্রতি বছর ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ এবং প্রতি বছর ৪ হাজার কিলোলিটার জল বিনামূল্যে পান একজন সাংসদ।

সরকারি টাকায় ভ্রমণ সুবিধা

বিমান, রেল, সড়ক যাত্রার জন্য ভাতা দেওয়া হয় সাংসদদের। সাংসদ এবং তার সঙ্গী/পরিবারের জন্য রেলওয়ে পাস, বিমান যাত্রার সুবিধা রয়েছে। বিনামূল্যে এসি দ্বিতীয় শ্রেণিতে রেল যাত্রার সুবিধা পান প্রাক্তন সাংসদরা।

পেনশন

অবসরপ্রাপ্ত এমপিদের ন্যূনতম পেনশন ২৫ হাজার টাকা।

করের ক্ষেত্রেও সুবিধা রয়েছে সাংসদদের। নিয়ম অনুসারে, লোকসভা-রাজ্যসভার সাংসদ, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিরা শুধুমাত্র বেতনের উপর কর দেন। প্রাপ্ত অন্যান্য পৃথক ভাতার উপর কোন কর তাঁদের দিতে হয় না। অর্থাৎ সাংসদদের মাসিক বেতন এক লক্ষ টাকা। সেই অনুযায়ী, বার্ষিক বেতন ১২ লক্ষ টাকা। সাংসদদের শুধু এই জন্য কর দিতে হয়।

এতো গেল সাংসদদের সুবিধার কথা। প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকাকালীন নরেন্দ্র মোদী কী কী সুবিধা পাবেন? কত টাকা বেতন পাবেন? রইল সেই তথ্যও।

ভারতের প্রধানমন্ত্রীর বেতন মাসে ১ লক্ষ ৬৬ হাজার। বিশেষ SPG নিরাপত্তা পাবেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য একটি এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান বরাদ্দ থাকে। বিশেষ গাড়িতে চেপেই যাতায়াত করেন। পাশাপাশি, ৭ নম্বর লোককল্যাণ মার্গের সরকারি বাংলোও প্রধানমন্ত্রীর প্রাপ্য, যার বিদ্যুৎ এবং জলের খরচ সরকারের। দেশ-বিদেশে প্রধানমন্ত্রীর সরকারি সফর, খাওয়া দাওয়ার খরচ বহন করে সরকার। অবসরের পরও বিনামূল্যে বাসস্থান পান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-

মোদী ৩.০; মন্ত্রিসভায় ঠাঁই পেলেন কারা?

সংখ্যাতত্ত্ব মেনেই শপথ নিলেন মোদী? আসল ফ্যাক্ট জানুন

National: Learn about the salary, allowances, and amenities provided to Lok Sabha MPs. This comprehensive guide details their monthly earnings, travel benefits, housing, and other perks, offering a clear view of an MP’s financial and practical benefits.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *