নয়া সমীকরণ! কংগ্রেস বিরোধী জোটের ক্যাপ্টেন অভিষেক?

‘কংগ্রেস-বিরোধী জোট’ (Alternative Alliance) INDIA জোটের মধ্যেই ‘কংগ্রেস-বিরোধী জোট’ তৈরির চেষ্টা করছেন অভিষেক? চারিদিকে জোর জল্পনা। কিন্তু এর শুরু কোথা থেকে? দলের মধ্যেই দল পাকানোর…

abhishek banerjee alternative alliance

‘কংগ্রেস-বিরোধী জোট’ (Alternative Alliance)

INDIA জোটের মধ্যেই ‘কংগ্রেস-বিরোধী জোট’ তৈরির চেষ্টা করছেন অভিষেক? চারিদিকে জোর জল্পনা। কিন্তু এর শুরু কোথা থেকে?

দলের মধ্যেই দল পাকানোর চেষ্টায় অভিষেক? চিন্তা বাড়বে কংগ্রেসের

অভিষেকের তৎপরতা (Abhishek Banerjee )

লোকসভা ভোটের ফল বেরনোর পর দিনই ব্লকের বৈঠকে তৃণমূলের হয়ে হাজির ছিলেন অভিষেক। তারপর জোট ঠিক করে তারা বিরোধী আসনেই বসবে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কিছু তৎপরতা চোখে পড়ে। তিনি প্রথমেই যান সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের দিল্লির বাড়িতে। সেখানে দীর্ঘ বৈঠক দুজনের। তারপর দিল্লির বাসভবনে আম আদমি পার্টির নেতাদের সঙ্গে বৈঠক। রাতে দিল্লি থেকে মুম্বই উড়ে গিয়ে শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গে দীর্ঘ আলোচনা। এক দিনে অভিষেকের এই গতিবিধি, রাজ্য শুধু নয়, জাতীয় স্তরের রাজনীতিতেও নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে।

INDIA জোটের কাণ্ডারী TMC?

প্রশ্ন উঠছে তাহলে কী জাতীয় রাজনীতিতে কি তৃণমূল নিজেকে INDIA জোটের কাণ্ডারী হিসাবে তুলে ধরার চেষ্টা করছে? বুঝতে হবে, এবারের লোকসভা নির্বাচনে INDIA জোটের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছে কংগ্রেস। এই প্রেক্ষিতে প্রশ্ন হল, তৃণমূল নেতৃত্ব যদি, কংগ্রেস বিরোধী কোনও ম়ঞ্চ তৈরির চেষ্টা করেও, তাহলে কি ফলপ্রসূ হবে?

প্রিয়াঙ্কার পাশেই অভিষেক

বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী পাশেই বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এমনকি এই বৈঠকের পর মল্লিকার্জুন খাড়গে যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তাঁর ঠিক পাশে দাঁড়িয়ে ছিলেন সনিয়া গান্ধী, পিছনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

বিরোধী জোটের  ঐক্যের ছবি

বিরোধী জোটের এহেন ঐক্যের ছবি সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই,  দিল্লি এবং মুম্বইয়ের মাটিতে সমান্তরাল সমীকরণের গন্ধ পাচ্ছেন অনেকেই। আগামী দিনে তৃণমূলের এই আঞ্চলিক ঐক্য গড়ার চেষ্টা কোন পথে এগোয় বা কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষা।

মাত্র ৫ দিনে চন্দ্রবাবুর স্ত্রী ও ছেলের সম্পদ বাড়ল ৮২২ কোটি টাকা!

আগামী বছর অবসর নেবেন মোদী? ‘আসল ছবি’ শুরু করার হুঁশিয়ারি

 

National: Speculations rise as Abhishek Banerjee considers forming an alternative alliance within the India Bloc after the 2024 Lok Sabha election results. Learn more about this potential political shift and its implications.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *