২৫ হাজার ফেললেই মিলবে লোকসভার টিকিট! নির্দেশ শাসকদলের

তামিলনাড়ুর: গোপনে নয়, এবার সরাসরি টিকিটের বিনিময়ে ২৫ হাজার টাকা দেওয়ার ফরমান জারি করল তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে৷ আগামী ৪ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র দলের সদর দপ্তরে জমা দিতে হবে বলে বুধবার জানালেন এআইএডিএমকের আহ্বায়ক তথা তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পনিলসেলভাম৷ তামিলনাড়ুর ৩৯ এবং পুদুচেরির একটি আসনে লড়বে এআইএডিএমকে। যাঁরা প্রার্থী হতে চাইবেন তাঁদের আবেদনের সঙ্গে

২৫ হাজার ফেললেই মিলবে লোকসভার টিকিট! নির্দেশ শাসকদলের

তামিলনাড়ুর: গোপনে নয়, এবার সরাসরি টিকিটের বিনিময়ে ২৫ হাজার টাকা দেওয়ার ফরমান জারি করল তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে৷ আগামী ৪ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র দলের সদর দপ্তরে জমা দিতে হবে বলে বুধবার জানালেন এআইএডিএমকের আহ্বায়ক তথা তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পনিলসেলভাম৷

তামিলনাড়ুর ৩৯ এবং পুদুচেরির একটি আসনে লড়বে এআইএডিএমকে। যাঁরা প্রার্থী হতে চাইবেন তাঁদের আবেদনের সঙ্গে ২৫ হাজার টাকা করে জমা দিতে হবে। এআইএডিএমকের আশা, ২০১৪ সালের মতোই এবারও তামিলনাড়ুতে লোকসভা নির্বাচনে ভালো ফল করবে দল। গতবার ৩৯টির মধ্যে ৩৭টিতেই এআইএডিএমকের প্রার্থী জয়ী হয়েছিলেন। টিকিটের আবেদনের সঙ্গে টাকা জমা দেওয়ার একই নির্দেশ পাঞ্জাব কংগ্রেসও দিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে ২৫ হাজার টাকার বিনিয়মে টিকিটের আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। সংরক্ষিত আসনের জন্য লাগবে ২০ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eighteen =