মার্চেই লোকসভা ভোটের দিন ঘোষণার সম্ভাবনা

নয়াদিল্লি: চার রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে হতে পারে লোকসভা নির্বাতন৷ মার্চের মাঝামাঝি সময়ে জারি হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট৷ চার দফায় লোকসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের বিধিনিষেধ চালু হতে পারে৷ ফলে মনে করা হচ্ছে, এপ্রিল শেষ মে মাস নাগাদ হতে পারে লোকসভা নির্বাচন৷ বর্তমান লোকসভার মেয়াদ

মার্চেই লোকসভা ভোটের দিন ঘোষণার সম্ভাবনা

নয়াদিল্লি: চার রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে হতে পারে লোকসভা নির্বাতন৷ মার্চের মাঝামাঝি সময়ে জারি হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট৷ চার দফায় লোকসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের বিধিনিষেধ চালু হতে পারে৷ ফলে মনে করা হচ্ছে, এপ্রিল শেষ  মে মাস নাগাদ হতে পারে লোকসভা নির্বাচন৷ বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন৷

সূত্রের খবর, ভোটগ্রহণ কটি পর্যায়ে হবে, তার তারিখ-সময় সহ যাবতীয় নির্ঘণ্ট-প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কমিশন৷ নির্বাচন কটি পর্যায়ে হবে, তা নির্ভর করছে নিরাপত্তা বাহিনী মোতায়েন ও সহজলভ্যতা নিয়ে৷ একইসঙ্গে, খতিয়ে দেখতে হচ্ছে, বাহিনীর প্রয়োজনীয়তাও৷ বিগতবারের মতো এবারও সম্ভবত লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনও সেরে ফেলতে পারে কমিশন৷ ফলে, মে মাসের মধ্যে সেখানে ভোটগ্রহণ করতেই হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + three =