ভোট গণনা শুরু। কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে?

কলকাতা: ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৮টা। শুরু ভোটগণনা। প্রথমেই পোস্টাল ব্যালটে ভোটগণনা হবে। তার পর শুরু হবে ইভিএম-বন্দি ভোটের গণনা। ইভিএমের ক্ষেত্রে একাধিক রাউন্ডে গণনা…

কলকাতা: ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৮টা। শুরু ভোটগণনা। প্রথমেই পোস্টাল ব্যালটে ভোটগণনা হবে। তার পর শুরু হবে ইভিএম-বন্দি ভোটের গণনা। ইভিএমের ক্ষেত্রে একাধিক রাউন্ডে গণনা হবে। পোস্টাল ব্যালটে যে ট্রেন্ড মিলবে, সেটা একেবারেই প্রাথমিক হবে। সেটা দিয়ে চূড়ান্ত ফলাফল বিচার করা যাবে না। সারা দেশের সঙ্গে বাংলার ৪২ কেন্দ্রেরও ফল প্রকাশ। সেদিকেই নজর প্রার্থীদের।

গণনা স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ভোট গণনাকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি সৃষ্টি না হয় তাই প্রতিটি ভোটগণনা কেন্দ্রের বাইরে রীতিমতো আঁটসাঁট নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশও। যাকে বলে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথম পর্যায়ে লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিশ কর্মীরা। দ্বিতীয় পর্যায়ে থাকছে সশস্ত্র রাজ্য পুলিশ। আর তৃতীয় পর্যায়ে থাকছে কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে প্রত্যেক গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত লাগু ১৪৪ ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *