দেশের ৪৯ আসনে ভোট, কোথায় স্পেশাল নজর?

দিল্লি: রাজনাথ, রাহুল, স্মৃতির পরীক্ষা। আজ দেশের ৪৯ আসনে ভোট। বিহারের পাঁচটি আসন, মহারাষ্ট্রের ১৩টি আসন, লাদাখের একটি আসন, জম্মু ও কাশ্মীরের একটি আসন, ঝাড়খণ্ডের…

দিল্লি: রাজনাথ, রাহুল, স্মৃতির পরীক্ষা। আজ দেশের ৪৯ আসনে ভোট। বিহারের পাঁচটি আসন, মহারাষ্ট্রের ১৩টি আসন, লাদাখের একটি আসন, জম্মু ও কাশ্মীরের একটি আসন, ঝাড়খণ্ডের তিনটি আসন,ঢ়ঢ় ওড়িশার পাঁচটি আসন, উত্তরপ্রদেশের ১৪টি আসন, পশ্চিমবঙ্গের সাতটি আসনের ভোটাররা সোমবার ভোট দেবেন। প্রয়োগ করবেন নিজের ভোটাধিকার।

লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভাগ্য পরীক্ষা রাজনাথ সিং (লখনউ), রাহুল গান্ধী (রায়বরেলি), স্মৃতি ইরানি (আমেঠি), পীযূষ গোয়েল (মুম্বই উত্তর), উজ্জ্বল নিকম (মুম্বই উত্তর-মধ্য), চিরাগ পাসোয়ান (হাজিপুর), করণভূষণ শরণ সিং (যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ না শরণ সিংয়ের ছেলে, কৈসারগঞ্জ), ওমর আবদুল্লা (বারামুল্লা), সাজাদ লোন (বারামুল্লা), রোহিণী আচার্য (সারান)।

সেক্ষেত্রে কোন কোন আসনে নজর থাকছে? এক, রায়বরেলি আসন থেকে লড়ছেন রাহুল গান্ধী। বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংয়ের বিরুদ্ধে। দুই, আমেঠি। কারণ, তিন দশকের কংগ্রেসের গড়ে বিজেপির টিকিটে লড়াই করছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেসের টিকিটে লড়ছেন কিশোরীলাল শর্মা। তিন, বারামুল্লা থেকে লড়াই করবেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। পিপলস কনফারেন্সের টিকিটে লড়ছেন সাজাদ লোন। পিডিপির টিকিট পেয়েছেন মীর মহম্মদ ফয়াজ। এছাড়াও নজর থাকছে লখনউ, একটি হাইপ্রোফাইল আসন। সেখানে সমাজবাদী পার্টির প্রার্থী তথা লখনউ সেন্ট্রালের বিধায়ক রবিদাস মেহরোত্রার বিরুদ্ধে লড়ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাঁচ, অযোধ্যার রামমন্দির যে লোকসভা এলাকায় পড়ে, সেটা হল ফৈজাবাদ। সেখানে বিজেপির প্রার্থী লাল্লু সিং। সপার টিকিটে লড়ছেন আওয়াধেশ প্রসাদ। ছয়, সারনে লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী লড়াই করছেন। আরজেডি প্রার্থীর লড়াইটা মূলত বিজেপি প্রার্থীর রাজীব প্রতাপ রুডির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *