ষষ্ঠ দফা, দেশ-রাজ্যের কোথায় কোথায় ভোট?

দিল্লি: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দেশের ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। মোট সাত দফা ভোটের এই প্রাক্‌-সমাপ্তি পর্বে ভোট আজ ৫৮টি কেন্দ্রে। উত্তরপ্রদেশের…

west bengal bypoll post-election violence prevention Lok Sabha Elections 2024 Exit poll results political tactics in Bengal

দিল্লি: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দেশের ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। মোট সাত দফা ভোটের এই প্রাক্‌-সমাপ্তি পর্বে ভোট আজ ৫৮টি কেন্দ্রে। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, হরিয়ানার ১০টির মধ্যে সবগুলো, বিহারের ৪০টির মধ্যে ৮টি, ওড়িশায় ২১টির মধ্যে ৬টি এবং ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে ৪টি তে ভোট। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির ৭টির মধ্যে সব ক’টি এবং জম্মু ও কাশ্মীরের ৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতে ভোট এই পর্বে। পাশাপাশি , অনন্তনাগ-রাজৌরিতে ৭ মে তৃতীয় দফায় ভোটগ্রহণের কথা থাকলেও পরে তা পিছিয়ে ষষ্ঠ দফায় করে নির্বাচন কমিশন।

সঙ্গে রয়েছে বাংলার ৪২টির মধ্যে আটটি আসন। বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *