২৫টি বিল পাস করিয়ে লোকসভার বাদল অধিবেশন মুলতুবি ঘোষণা

২৫টি বিল পাস করিয়ে লোকসভার বাদল অধিবেশন মুলতুবি ঘোষণা

 

নয়াদিল্লি:  করোনা বিধি মাথায় রেখে গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল সংসদের বাদল অধিবেশন৷ কিন্তু বাদল অধিবেশনের শুরুতেই তৈরি হয়েছিল বিতর্ক৷ কৃষি বিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষ৷ সরকারের উপর চাপ বাড়িয়ে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বয়কট করেন বিরোধীরা৷ এবার বিরোধীর চাপের পড়ে  লোকসভার বাদল অধিবেশন পুরোপুরি মুলতবি করার ঘোষণা করলেন স্পিকার৷

গত রবিবার ধ্বনি ভোটের রাজ্যসভায় পাস হয়ে যায় ৩টি কৃষি বিল৷ বিল পাসের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা৷ করোনা বিধি উড়িয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা৷ যদিও, এবার করোনা বিধিক কারণে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান সাংসদের একাংশ৷ ডেপুটি চেয়ারম্যানকে হেনস্থা করাও অভিযোগ ওঠে৷ কৃষি বিল পাস হতেই তুলকালাম বাঁধে রাজ্যসভায়৷ পরে অভিযুক্ত ৮ সাংসদকে সাসপেন্ডের ঘোষণা বিরোধীদের ক্ষোভে কার্যত ঘি ঢালে৷ প্রতিবাদে সংসদে রাতভর বিক্ষোভ দেখান সাংসদরা৷ সোমবার সকালে অধিবেশন বয়কট করেন অবিজেপি সাংসরা৷ রাজ্যসভার পর লোকসভার অধিবেশন বয়কট করেন সাংসদরা৷ মঙ্গল ও বুধবার বিরোধীশূন্য অধিবেশনে কপক্ষে ২৫টি বিল পাস করিয়ে নেয় কেন্দ্র৷

 এবারের বাদল অধিবেশনে ৬০ ঘণ্টার সভায় মোট ২৫টি বিল পাস হয়েছে৷ ২৩০০টি লিখিত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে৷ ৩৭০টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ এবারের বাদল অধিবেশনে যে গুরুত্বপূর্ণ বিলগুলি পাস করানো হয়েছে, তার মধ্যে রয়েছে অত্যাবশ্যকীয় পণ্য সংক্রান্ত বিল, কৃষি সংক্রান্ত তিনটি বিল, জম্মু-কাশ্মীরের সরকারি ভাষা সংক্রান্ত বিল৷ এদিন অধিবেশন কাটছাঁট করা নিয়ে সাংসদদের সঙ্গে আলোচনা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ তারপর সংবাদমাধ্যমের কর্মী, সংসদ, সচিবালয়ের কর্মী সহ অন্যান্যদের সুরক্ষার কথা মাথায় রেখে অধিবেশন মুলতবি করে দেওয়া হয়৷ দুপুরে রাজ্যসভা মুলতবি করে দেওয়ার ঘোষণা করা হয়৷

বিরোধীশূন্য অধিবেশনের সুযোগে গুরুত্বপূর্ণ বিল পাস করিয়ে নেওয়ার পর এবার লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়৷ কিন্তু, তাৎপর্যপূর্ণ বিল পাস করিয়ে নেওয়ার পর কেন অধিবেশন মুলতবির ঘোষণা? প্রশ্ন তুলেছেন সাংসদরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + nine =