ধেয়ে আসছে পঙ্গপাল! ১৬টি রাজ্যে জারি অ্যালার্ট

ধেয়ে আসছে পঙ্গপাল! ১৬টি রাজ্যে জারি অ্যালার্ট

মুম্বই: একদিকে করোনায় যখন কাঁপছে দেশ, তখন নয়া আতঙ্ক এসে হাজির। পঙ্গপাল। এই পঙ্গপালের আক্রমণের জেরে ভারতে ব্যাপক ফষলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পঙ্গপালের হামলায় আক্রান্ত হতে পারে ১৬টি রাজ্যের ফষল। জারি করা হয়েছে সতর্কতা।

আগের বছরও পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল পঙ্গপাল। গত বছর রাজস্থানে পঙ্গপালের জেরে ফষলের ব্যাপক ক্ষতি হয়েছিল। কিন্তু গত বছরের তুলনায় এ বছরে পঙ্গপালের হামলাটা অনেক বেশি। এবার উত্তর ও মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। হিমাচলপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, তেলঙ্গানাতেও পঙ্গপালের জেরে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বায়ুসেনার কপ্টারে করে রাসায়নিক ছড়ানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও ১১টি মনিটরিং স্টেশন তৈরি হয়েছে। যেখান থেকে সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখবেন পর্যবেক্ষকরা। পঙ্গপালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরও অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করছে সরকার।

জানা গিয়েছে, পঙ্গপাল একদিনে প্রায় ১৫০ কিলোমিটার উড়তে পারে। এরা নিজেদের ওজনের শষ্য খায়। ফলে একসঙ্গে কয়েক লক্ষ পঙ্গপাল থাকলে ভারতের কৃষিব্যবস্থা যে বিপর্যস্ত হয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত পঙ্গপাল ভারতের রাজস্থানে সব থেকে বেশি ক্ষতি করেছে। রাজস্থানে ৯০ হাজার হেক্টর জমির ফষল ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 10 =