কাজে লেগেছে লকডাউন! বাগে এসেছে করোনা দ্বিতীয় ঢেউ, জানাচ্ছেন কেজরী

কাজে লেগেছে লকডাউন! বাগে এসেছে করোনা দ্বিতীয় ঢেউ, জানাচ্ছেন কেজরী

নয়াদিল্লি: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ আটকানোর জন্য দিল্লিতে নাইট কার্ফু জারি করার পর লকডাউন জারি করেছিল আম আদমি পার্টির সরকার। এবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন যে লকডাউন কাজে লেগেছে রাজধানীতে। কারণ করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ কমানো সম্ভব হয়েছে। তিনি মনে করছেন এখন টিকাকরণ একমাত্র পথ হতে পারে করোনাভাইরাস পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, আপাতত শুধু টিকার অভাব রয়েছে দিল্লিতে, সেই সমস্যার সমাধান হয়ে গেলেই করোনাভাইরাস পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। তবে তিনি মনে করছেন সমগ্র দেশবাসীকে টিকা দিতে গেলে কমপক্ষে বছর দুই সময় লাগবে। তার মধ্যে পরিস্থিতি আরও সঙ্কটজনক হবে বলে আশঙ্কা করছেন তিনি। যদিও করোনা ভাইরাস সংক্রমণ আটকানোর জন্য লকডাউন ব্যাপক কার্যকারী হতে পারে বলে জানাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কারণ দিল্লিতে লকডাউন কার্যকরী করার পর করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ থমকেছে বলে দাবি করেছেন তিনি। এর পাশাপাশি দিল্লিতে অক্সিজেনের আকাল যে হারে বৃদ্ধি পেয়েছিল তাও কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে যাচ্ছেন কেজরিওয়াল। একইসঙ্গে হাসপাতালে অক্সিজেন বা আইসিইউ বেডের অভাব নেই বলেও জানান তিনি।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭ জন। আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। দেশের মোট অ্যাকটিভ কেস সামান্য কমে দাঁড়াল ৩৭ লক্ষ ১৫ হাজার ২২১ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৩০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *