নতুন রূপে আসছে চতুর্থ দফায় লকডাউন: মোদি

নতুন রূপে আসছে চতুর্থ দফায় লকডাউন: মোদি

নয়াদিল্লি: করোনা আবহে জাতির উদ্দেশে ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সতর্ক থেকে করোনার বিরুদ্ধে লড়াই করারও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি৷

নতুন রূপে আসছে চতুর্থ দফার লকডাউন৷ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অর্থাৎ কিছু বিধিনিষেধ সহ চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে৷ আজ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘‘চতুর্থ দরকার লকডাউন নতুন রূপে আসবে৷ রাজ্য থেকে যে সমস্ত পরামর্শ পাওয়া যাচ্ছে৷ সেই অনুযায়ী চতুর্থ দফার লকডাউনের বিষয়ে বিস্তারিত ভাবে আগামী ১৮ তারিখের আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে। কারণ আমাদের বাঁচতে হবে এবং এগিয়ে চলতে হবে।”

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী সব থেকে বেশি জোর দেন আত্মনির্ভরতার ওপর৷ জানান দেশবাসী আত্মনির্ভর হলে ভারতের আর্থিক অবস্থা আরও উন্নতি হবে৷ বলেন, ‘‘আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত৷ নিজেদের সংকল্প আরও মজবুত করতে হবে৷ আরও দৃঢ় সংকল্প করতে হবে৷ আমাদের একবিংশ শতাব্দীর ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে৷ সেই জন্য আমাদের হতে হবে আত্মনির্ভর৷ আত্মনির্ভর হতে পারলে আমরা গোটা বিশ্বকে জয় করতে পারব৷ আজ আমাদের বাঁচতে হবে৷ এগিয়ে যেতে হবে৷’’

আত্মনির্ভর করতে বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন মোদি প্রধানমন্ত্রী৷ ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ জানান, বিশেষ এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর করতে কাজে লাগানো হবে৷ জমি, শ্রম ও নগর যোজনায় এটা ব্যবহার করা হবে৷ কাল থেকে দেশের অর্থমন্ত্রী বিশেষ প্যাকেজ নিয়ে বিস্তারিত জানাবেন৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এই প্যাকেজ বরাদ্দ করা হবে৷ ভারতের স্বনির্ভর অভিযানের জন্য এই প্যাকেজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ করোনা পরিস্থিতি এই বিশেষ আর্থিক প্যাকেজ দেশের জিডিপি বৃদ্ধিতে সাহায্য করে বলেও আশাবাদী প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ অসংগঠিত ও সংগঠিত ক্ষেত্রের মানুষদের জন্য এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

আজ প্রধানমন্ত্রী বলেন, ‘‘একটি ভাইরাস গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে৷ এই একটা ভাইরাস জীবন বাঁচানোর জন্য লড়াই শুরু হয়ে গিয়েছে৷ সবাই এখন জীবন বাঁচানোর যুদ্ধে নেমে পড়েছেন৷।  এরকম সংকট আমরা কখন দেখেছি না শুনেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =