মিলছে ঋণ! বাধ্য হয়েই নিজের নাম পরিবর্তন করছেন রাহুল গান্ধি

ইন্দোর : কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না রাহুল গান্ধি! পাচ্ছেন না সরকারি সুবিধা৷ মিলছে কাজ৷ তবে, অবাক হবে না৷ এই রাহুল গান্ধি অবশ্য কংগ্রেসের নেতা নন৷ মধ্যপ্রদেশের ইন্দোরের বছর ২৩-এর রাহুল গান্ধীর বর্তমান হাল আপাতত এটাই৷ কিন্তু, কেন এউ বিপত্তি৷ বিপত্তি মূলে রয়েছে তাঁর নাম৷ আধার কার্ড দেখালে সবাই বলে সেটি ভুয়ো৷ পরিস্থিতি

মিলছে ঋণ! বাধ্য হয়েই নিজের নাম পরিবর্তন করছেন রাহুল গান্ধি

ইন্দোর : কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না রাহুল গান্ধি! পাচ্ছেন না সরকারি সুবিধা৷ মিলছে কাজ৷ তবে, অবাক হবে না৷ এই রাহুল গান্ধি অবশ্য কংগ্রেসের নেতা নন৷ মধ্যপ্রদেশের ইন্দোরের বছর ২৩-এর রাহুল গান্ধীর বর্তমান হাল আপাতত এটাই৷ কিন্তু, কেন এউ বিপত্তি৷

বিপত্তি মূলে রয়েছে তাঁর নাম৷ আধার কার্ড দেখালে সবাই বলে সেটি ভুয়ো৷ পরিস্থিতি এমন, নিজের নামের কারণে মোবাইল অপারেটররা সিম কার্ডও দিতে নারাজ৷ ড্রাইভিং লাইসেন্সও হয়নি নাম বিভ্রাটের কারণে৷ বন্ধুবান্ধবরাও তাঁকে ঠাট্টা করে ডাকে পাপ্পু৷ এই অবস্থায় পরিবারের দেওয়া নাম বদলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইন্দোরের রাহুল গান্ধি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =