তিনি রামরথের ‘সারথি’, মন্দির আন্দোলনের ‘মুখ’! কিন্তু উদ্বোধনে নেই আডবাণী! কেন?

তিনি রামরথের ‘সারথি’, মন্দির আন্দোলনের ‘মুখ’! কিন্তু উদ্বোধনে নেই আডবাণী! কেন?

কলকাতা: তিনি ছিলেন রামমন্দির অন্দোলনের মুখ৷ তিনি প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী৷  ৫০০ বছর অপেক্ষা শেষে আজ অযোধ্যায় হবে রামমন্দির উদ্বোধন৷ আমন্ত্রণ জানানো হয়েছিল বর্ষীয়ান এই বিজেপি নেতাকেও৷ কিন্তু আজ অযোধ্যায় উপস্থিত থাকবেন না তিনি৷ কিন্তু কেন? জানা গিয়েছে, নবতিপর এই বিজেপি নেতা ‘প্রচন্ড ঠান্ডা’র কারণেই রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না৷ 

তিনি দশক আগে অযোধ্যায় রামমন্দির আন্দোলনে সঙ্ঘ পরিবারের ‘মুখ’ ছিলেন এলকে আডবাণী। তাঁর রামরথ যাত্রায় ভর করেই হিন্দি বলয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল বিজেপি৷ তবে বয়স জনিত কারণেই এদিন অযোধ্যায় উপস্থিত থাকতে পারবেন না আদবাণা ও আরও এক প্রবীণ বিজেপি নেতা মুরলীমনোহর জোশী৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *