তালিকা নিয়ে আজ দিল্লিতে রাজ্য বিজেপির নেতারা

কলকাতা: তৃণমূলের তরফে ইতিমধ্যেই ৪২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ২৫টি আসনের জন্য বামেরা নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। রাজ্যজুড়ে এখন জোর জল্পনা, বিজেপির প্রার্থী তালিকা কবে প্রকাশ করা হবে। যদিও গেরুয়া শিবিরের রাজ্য নেতাদের কথায় স্পষ্ট, ৪২টি আসনেই প্রার্থীদের নামের তালিকা সমেত প্রস্তাব তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দিতে চলেছেন। কিন্তু তার

তালিকা নিয়ে আজ দিল্লিতে রাজ্য বিজেপির নেতারা

কলকাতা: তৃণমূলের তরফে ইতিমধ্যেই ৪২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ২৫টি আসনের জন্য বামেরা নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। রাজ্যজুড়ে এখন জোর জল্পনা, বিজেপির প্রার্থী তালিকা কবে প্রকাশ করা হবে। যদিও গেরুয়া শিবিরের রাজ্য নেতাদের কথায় স্পষ্ট, ৪২টি আসনেই প্রার্থীদের নামের তালিকা সমেত প্রস্তাব তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দিতে চলেছেন।

কিন্তু তার মধ্যে কতজনের ভাগ্য শিকে ছিঁড়বে, তা নিয়ে ধন্দে রয়েছেন রাজ্যের শীর্ষ নেতারা। সূত্রের দাবি, আজ, রবিবারই দিল্লিতে পাড়ি দেবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় প্রমুখ। তাঁরা আগামী মঙ্গলবার পর্যন্ত দিল্লিতে থাকবেন। তার মধ্যেই দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি এবং সংসদীয় দলের বৈঠকে রাজ্যের প্রথম কয়েকদফার ভোটে পদ্ম শিবিরের নামের তালিকা চূড়ান্ত হবে। রাজ্যের এক শীর্ষ বিজেপির নেতার দাবি, সর্বভারতীয় সভাপতি গত বৈঠকে সাফ জানিয়েছেন, এমন প্রার্থী দাঁড় করাতে হবে যাঁর জেতার ক্ষমতা রয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে ২০ থেকে ২২টি কেন্দ্রে এমন যোগ্য প্রার্থীর নাম রয়েছে। দিল্লির বৈঠকে আমরা সেগুলি পেশ করব। তবে কতগুলির অনুমোদন মিলবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া নামই মেনে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 3 =