নয়াদিল্লি: ‘জীবন লক্ষ্য প্ল্যান’ ভারতীয় জীবন বিমা নিগম (এসআইসি)-এর একটি প্রচলিত জীবন বিমা পলিসি৷ ২০১৫ সালের মার্চ মাস এই বিমাটি নিয়ে আসে এলআইসি৷ এই প্ল্যান থেকে পলিসি হোল্ডাররা একটি বার্ষিক আয় পেয়ে থাকেন৷ যা পরিবারিক প্রয়োজন মেটানোর জন্য খুবই উপকারী৷ পলিসির মেয়াদ শেষ হওয়ার আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে, এই প্ল্যান থেকে বিশেষ লাভ পেয়ে থাকেন নাবালকরা৷ পলিসির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পাওয়া যায় মোটা অংকের টাকা৷
লাইফ ইনসুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই প্ল্যানটির মুখ্য বৈশিষ্টগুলি প্রসঙ্গে সেবির ট্যাক্স এবং ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কি বলেন, এই পলিসি ন্যূনতম ১ লক্ষ টাকার হয়ে থাকে৷ সর্বোচ্চ ১০ লক্ষ টাকার৷ ১৩ থেকে ২৫ বছর পর্যন্ত এই পলিসি চালানো যেতে পারে৷ বছরে একবার, ছ’মাস অন্তর করে দু’বার, চারবার বা প্রতি মাসেও প্রমিয়াম দিতে পারবেন পলিসি হোল্ডাররা৷ এই পলিসির ক্ষেত্রে মিলবে ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস (ইসিএস)-এর সুবিধা৷ যার ফলে পলিসি জমা দেওয়ায় সহজ হবে৷ সোলাঙ্কি জানান, ১৮ থেকে ৫৫ বছর বসয়ীরা এই প্ল্যান গ্রহণ করতে পারেন৷ তবে মেয়াদ শেষ হওয়ার সময় পলিসি হোল্ডারের বসয় ৬৫ পেরতে হবে৷
এই বিমাটির নম্বর ৯৩৩৷ এলআইসি’র পলিসিতে বিনিয়োগ করার আগে এই বিষয়ে বিস্তারিত জানা প্রয়োজন বলেই মনে করেন সেবির বিশেষজ্ঞ মনিকরণ সিংহল৷ তিনি বলেন, এই পলিসিতে বার্ষিক কিস্তিতে নমিনি ডেথ বেনিফিট পাবেন৷ কঠিন পরিস্থিতিতে জীবন ধারণের জন্য এই পলিসি খুবই গুরুত্বপূর্ণ৷ অন্যদিকে সোলাঙ্কি জানান, এই প্ল্যানে ম্যাচুরিটির আগেই পলিসি হোল্ডারে মৃত্যু হলে নমিনি বছরে নিশ্চিত রাশির ১০ শতাংশ পাবেন৷ যদি আপনি চাইলে ছ’মাসে এক বার, তিন মাসে এক বার কিংবা মাসে মাসে সঞ্চয় করতে পারনে৷ এমনকি, দৈনিক ১১৪ টাকা জমাতে শুরু করলে, ২৫ বছর পর LIC আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে ২৬.৭৫ লক্ষ টাকা৷ সঙ্গে থাকবে জীবন সুরক্ষা৷