Aajbikel

ধর্ষণের বিচারে গতি আনতে রাজ্যকে চিঠি কেন্দ্রের

নয়াদিল্লি: সাম্প্রতিক ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে এবার হয়তো নারী নির্যাতনের ক্ষেত্রে আরও কড়া হতে চলেছে দেশের আইন ব্যবস্থা৷ এই ধরণের মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য দেশের সমস্ত রাজ্য সরকার এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি পাঠাবে কেন্দ্র৷ হায়দ্রাবাদ ধর্ষণ কাণ্ডে ৪ অভিযুক্তকে এনকাউন্টারের পর সাংসদ জয়া বচ্চন বলেছিলেন “দের আয়ে, দুরুস্ত আয়ে”৷ কারণ বিগত কয়েক বছরে একের
 | 
ধর্ষণের বিচারে গতি আনতে রাজ্যকে চিঠি কেন্দ্রের

নয়াদিল্লি: সাম্প্রতিক ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে এবার হয়তো নারী নির্যাতনের ক্ষেত্রে আরও কড়া হতে চলেছে দেশের আইন ব্যবস্থা৷ এই ধরণের মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য দেশের সমস্ত রাজ্য সরকার এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি পাঠাবে কেন্দ্র৷

হায়দ্রাবাদ ধর্ষণ কাণ্ডে ৪ অভিযুক্তকে এনকাউন্টারের পর সাংসদ জয়া বচ্চন বলেছিলেন “দের আয়ে, দুরুস্ত আয়ে”৷ কারণ বিগত কয়েক বছরে একের পর এক নারী নির্যাতনের যে চরমতম নৃশংসতার চিত্র দেখছে দেশের মানুষ, সেই অনুপাতে ওইসব অপরাধের বিচারপ্রক্রিয়ার শেষ করে অপরাধীদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তির চিত্র চোখে পড়েনা৷

তবে সাম্প্রতিক কিছু ঘটনাবলীর পর দেশজুড়ে যে প্রতিক্রিয়া দেখা গেছে তা এড়িয়ে যাওয়া সরকারের পক্ষে অনূকুল হবে না বলেই মনে করছে কেন্দ্র৷ রবিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ সাংবাদিকদের জানিয়েছেন ধর্ষণ ও পক্সো মামলায় যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করার আবেদন জানিয়ে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের মুখ্য বিচারপতিদের চিঠি পাঠানো হবে ৷ শুধু তাই নয়, ধর্ষণ ও শিশুদের যৌন নির্যাতনের মত মামলাগুলি দুমাসের মধ্যে শেষ করতে বলা হবে৷

এই ধরনের মামলার নিষ্পত্তি ফার্স্ট ট্র্যাক কোর্টে করার কথাও বলা হবে ওই চিঠিতে৷ তিনি উল্লেখ করেন যে, ধর্ষণ ও মহিলাদের উপর অপরাধের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার সারাদেশে ১০৩৩ টি নতুন ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব দিয়েছে৷ এর মধ্যে ৪০০ টি সর্বসম্মত হয়েছে এবং ১৬০এরও বেশি ইতিমধ্যে কার্যকর হয়েছে৷ এছাড়াও, ৭০৪ টি ফার্স্ট ট্র্যাক আদালত ইতিমধ্যে চালু হয়ে গেছে৷

Around The Web

Trending News

You May like