সোনা দিয়ে তৈরি মোদি রাখি

২২ ক্যারেট সোনার ফোয়েলে মোড়া লাড্ডু। রাখিবন্ধন উপলক্ষ্যে এই মিষ্টি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সুরাটের মিষ্টি ব্যবসায়ীরা। এবার আরও একধাপ এগিয়ে, সোনার রাখি। আর রাখিতে খোদাই করা রয়েছে মোদি, বিজয় রুপানি ও যোগী আদিত্যনাথের মুখ। রীতিমতো হিট। সোনার ফোয়েলে মোড়া মিষ্টির দাম ছিল ৯০০০ হাজার টাকা কেজি। আর রাখির জন্য গুনতে হবে কড়কড়ে ৫০

সোনা দিয়ে তৈরি মোদি রাখি

২২ ক্যারেট সোনার ফোয়েলে মোড়া লাড্ডু। রাখিবন্ধন উপলক্ষ্যে এই মিষ্টি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সুরাটের মিষ্টি ব্যবসায়ীরা। এবার আরও একধাপ এগিয়ে, সোনার রাখি। আর রাখিতে খোদাই করা রয়েছে মোদি, বিজয় রুপানি ও যোগী আদিত্যনাথের মুখ।

রীতিমতো হিট। সোনার ফোয়েলে মোড়া মিষ্টির দাম ছিল ৯০০০ হাজার টাকা কেজি। আর রাখির জন্য গুনতে হবে কড়কড়ে ৫০ হাজার টাকা। কিন্তু তাতেও দমবার পাত্রী নন মহিলারা। বেশি চাহিদা অবশ্য মোদি রাখির। ক্রেতাদের একজনের বক্তব্য, মোদিরাখি ভাইয়ের হাতে বেঁধে দেওয়ার মজাই আলাদা। কামনা করব একদিন ভাইও যেন মোদির মতো বড় কিছু করতে পারে।

আরেকজন জানান, ধর্মের উন্নতিতে অনেক কাজ করেছেন মোদি, যোগী, বিজয় রুপানিরা। সেই জন্যই এদের রাখী পড়া উচিত। ব্যবসায়ীদের বক্তব্য, এখানেও মোদি ম্যাজিক। মোট ৫০টি রাখি তৈরি করা হয়েছিল। হটকেকের মতো বিক্রি হয়ে গেছে। প্রচুর অর্ডার এসেছে। সব চাহিদা বোধহয় এবার পূরণ করা সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *