নিশ্চিন্তে হাতির খাওয়া দেখছে হিংস্র চিতাবাঘ, মন ভাল করা ভিডিও পোস্ট করলেন বন আধিকারিক

মুম্বই: হাতি যেমন ভয়ঙ্কর, তেমনই মজার একটি প্রাণী। প্রায়ই হাতির মজার মজার ভিডিও দেখে আমরা উপভোগ করি। এই দৈত্যাকৃতি, কৌতুকপূর্ণ, সংবেদনশীল, বুদ্ধিমান একটি প্রাণীকে কার না ভাল লাগে? তাদের কাণ্ডকারখানা আমাদের হাসির খোরাক দেয়। তবে শুধু মানুষই নয়। অন্য পশুরাও হাতির এই কাণ্ডকারখানা বেশ উপভোগ করে। 

 

মুম্বই: হাতি যেমন ভয়ঙ্কর, তেমনই মজার একটি প্রাণী। প্রায়ই হাতির মজার মজার ভিডিও দেখে আমরা উপভোগ করি। এই দৈত্যাকৃতি, কৌতুকপূর্ণ, সংবেদনশীল, বুদ্ধিমান একটি প্রাণীকে কার না ভাল লাগে? তাদের কাণ্ডকারখানা আমাদের হাসির খোরাক দেয়। তবে শুধু মানুষই নয়। অন্য পশুরাও হাতির এই কাণ্ডকারখানা বেশ উপভোগ করে। 

আরও পড়ুন: সবজি বিক্রেতার হাত থেকে খাবার খাচ্ছে ময়ূর, ভাইরাল ভিডিও

এরই একটি প্রমাণ বর্তমানে টুইটারে ভাইরাল। টুইটারে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) এক কর্মকর্তা সুশান্ত নন্দা একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁর ভিডিওয় যে দৃশ্য ধরা পড়েছে তা নিঃসন্দেহে বেশ মজার। ভিডিওটি একটি অভয়ারণ্যে তোলা। ভিডিওয় একটি চিতাবাঘ এবং একটি বিশালাকার হাতিকে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় সুশান্ত নন্দ লিখেছেন, “সবাই রাজকীয় হাতি দেখতে পছন্দ করে।”

আরও পড়ুন: করোনা রোগীদের উপর কড়া নজর রাখবে এই যন্ত্র, নয়া আবিষ্কার IIT পড়ুয়াদের