তৃণমূলে ছুতমার্গ, লোকসভায় একাই চলার পথে বামফ্রন্ট?

নয়াদিল্লি: রাজ্যে শাসকদলের সঙ্গে ছুতমার্গ বজায় রেখে জাতীয় রাজনীতিতে এবার একলা চলার পথেই হাঁটতে চলেছে বামফ্রন্ট৷ ইঙ্গিত মিলেছে তেমনই৷ সূত্রের খবর, বুধবার মোহালিতে বিরোধী শিবিরের মহাযোগ্যে অংশ নেবে না বামেরা৷ জানা গিয়েছে, ন্যূনতম অভিন্ন কর্মসূচি রূপায়নে নীতিগত পার্থক্য থাকার কারণে বামেরা এই কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে৷ আগামী বুধবার লোকসভা ভোটের আগে দ্বিতীয় মহাজোটের বৈঠকে বসতে

তৃণমূলে ছুতমার্গ, লোকসভায় একাই চলার পথে বামফ্রন্ট?

নয়াদিল্লি: রাজ্যে শাসকদলের সঙ্গে ছুতমার্গ বজায় রেখে জাতীয় রাজনীতিতে এবার একলা চলার পথেই হাঁটতে চলেছে বামফ্রন্ট৷ ইঙ্গিত মিলেছে তেমনই৷ সূত্রের খবর, বুধবার মোহালিতে বিরোধী শিবিরের মহাযোগ্যে অংশ নেবে না বামেরা৷ জানা গিয়েছে, ন্যূনতম অভিন্ন কর্মসূচি রূপায়নে নীতিগত পার্থক্য থাকার কারণে বামেরা এই কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে৷

আগামী বুধবার লোকসভা ভোটের আগে দ্বিতীয় মহাজোটের বৈঠকে বসতে চলেছে৷ ওই বৈঠকে রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃথক বৈঠক হওয়ার কথা৷ থাকবেন মহাজোটের নেতারাও৷ মোহালির ওই বৈঠকে বামেদের হাজির থাকা কথা থাকলেও তা বাতিল হয়েছে বলে খবর৷

বামেরা হাজির না থাকলেও বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে উপস্থিত থাকার কথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীরও৷ থাকবেন শারদ পাওয়ার, চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লা, শরদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদবরাও৷ মায়াবতী-অখিলেশ উপস্থিত না থাকলেও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে৷ এদিনের এই বৈঠক থেকে মহাজোট কোন পথে চলবে, তা নির্ধারণ হতে পারে বলেও জানা গিয়েছে৷ তবে, এই বৈঠকে বামেদের অনুপস্থিতি, জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা এখন বলা কঠিন৷ কেননা, নীতিগত ভাবে বহু বাধ্যবাধকতা রয়েছে বামেদের৷ একদিকে, তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রাখা ও কংগ্রেসের সঙ্গে সমঝে চলাতে গিয়ে দলের ক্ষয়ের কথাও ভাবতে হচ্ছে লালপার্টির নেতাদের৷ ফলে, আগামী লোকসভায় একলা চলার নীতি নিয়েই দল বাঁচাতে মরিয়া বামশিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + six =