বাম প্রার্থীকে প্রকাশ্যেই ‘লাশ’ হয়ে ফেরার হুমকি, দর্শক পুলিশ!

হাসনাবাদ: বামফ্রন্ট প্রার্থীর গাড়ি আটকে প্রকাশ্যে খুনের হুমকি। একেবারে আঙুল উঁচিয়ে হুমকি, আর যেন এলাকায় না দেখি। লাশ হয়ে ফিরতে হবে।ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার মুরারীশাহ চৌমাথায়। এদিন সিপিএম মুরারীশাহ পার্টি দপ্তরে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে কর্মীসভার আয়োজন করা হয়। ওই সভায় বামফ্রন্ট সমর্থিত সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত উপস্থিত হন। কর্মীসভা চলাকালীন বামফ্রন্টের কর্মীদের

বাম প্রার্থীকে প্রকাশ্যেই ‘লাশ’ হয়ে ফেরার হুমকি, দর্শক পুলিশ!

হাসনাবাদ: বামফ্রন্ট প্রার্থীর গাড়ি আটকে প্রকাশ্যে খুনের হুমকি। একেবারে আঙুল উঁচিয়ে হুমকি, আর যেন এলাকায় না দেখি। লাশ হয়ে ফিরতে হবে।ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার মুরারীশাহ চৌমাথায়। এদিন সিপিএম মুরারীশাহ পার্টি দপ্তরে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে কর্মীসভার আয়োজন করা হয়। ওই সভায় বামফ্রন্ট সমর্থিত সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত উপস্থিত হন।

কর্মীসভা চলাকালীন বামফ্রন্টের কর্মীদের ফোনে হুমকি দিতে থাকে। সে কথা পুলিশকে ফোন করে বলা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয় নির্ভয়ে সভা করুন। বাজারে আসা প্রত্যক্ষদর্শীরা জানায় এদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা মজুত করতে থাকে মুরারীশাহ বাজারে বাজারে। দুষ্কৃতী আর পুলিশের সহবস্হানে চলতে থাকে বামফ্রন্টের কর্মীসভা। ইতিমধ্যে দেখা যায় উত্তর ২৪পরগনা জেলা পরিষদের শিক্ষা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের স্হায়ী সমিতির সদস্য ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার আসে সিপিআই(এম) দপ্তরের ঢিল ছোঁড়া দূরত্বে জড়ো হওয়া দুষ্কৃতীদের কাছে। কিছু সময় কথা বলে চলে যায়। এরপর কর্মীসভা শেষ করে পল্লব সেনগুপ্ত, সুবিদ আলি গাজি, কুমারেশ কুন্ডু, সুবীর মুখার্জি গাড়ি নিয়ে সবেমাত্র রওনা দেবেন এমন সময় অপেক্ষারত মুরারীশাহ গ্রাম পঞ্চায়েতের ২০২নং বুথের সদস্য তৃণমূল কংগ্রেসের আজগার গাজি,স্হানীয় কুখ্যাত দুষ্কৃতী সারিফুল গাজি ওরফে কালু সহ আট দশ জনের দুষ্কৃতীদল বামফ্রন্ট প্রার্থীর গাড়ি আটকায়।

প্রার্থীর মুখের সামনে আঙুল উঁচিয়ে হুমকি দেয় এই এলাকায় যেন আর না দেখি। যদি আসেন লাশ হয়ে ফিরতে হবে। ঘটনাস্হলের ঢিল ছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে হাসনাবাদ থানার এসআই প্রশান্ত মণ্ডল ঘটনা উপভোগ করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রার্থী পল্লব সেনগুপ্ত উপস্থিত পুলিশ আধিকারিককে বললেন, আপনার সামনে আমাদের হুমকি দেওয়া হলো গাড়ি আটকে। আপনি নীরব থাকলেন। তখনও তিনি নীরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *