বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে সাংসদ

উত্তরপ্রদেশ : উত্তরপ্রদেশে ধাক্কা বিজেপির। তাদের এলাহাবাদের সাংসদ শ্যামাচরণ গুপ্তা দল ছেড়ে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। শনিবার তিনি জানান, সাইকেল প্রতীকে তিনি বান্দা লোকসভা কেন্দ্র থেকে লড়বেন। শ্যামচরণ আগে ছিলেন সমাজবাদী পার্টিতেই। ১৯৯৯ সালে তিনি হেরে যান বহুজন সমাজ পার্টির কাছে। কিন্তু ২০০৪ সালে তিনি বান্দায় জেতেন। ২০০৯ সালে ফুলপুরে সমাজবাদী পার্টির হয়ে লড়ে হেরে

বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে সাংসদ

উত্তরপ্রদেশ : উত্তরপ্রদেশে ধাক্কা বিজেপির। তাদের এলাহাবাদের সাংসদ শ্যামাচরণ গুপ্তা দল ছেড়ে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। শনিবার তিনি জানান, সাইকেল প্রতীকে তিনি বান্দা লোকসভা কেন্দ্র থেকে লড়বেন। শ্যামচরণ আগে ছিলেন সমাজবাদী পার্টিতেই। ১৯৯৯ সালে তিনি হেরে যান বহুজন সমাজ পার্টির কাছে। কিন্তু ২০০৪ সালে তিনি বান্দায় জেতেন। ২০০৯ সালে ফুলপুরে সমাজবাদী পার্টির হয়ে লড়ে হেরে যান তিনি। পবর্ব উত্তরপ্রদেশের প্রভাবশালী বানিয়া নেতা শ্যামাচরণ ২০১৪ সালে এলাহাবাদে বিজেপির হয়ে দাঁড়িয়ে জেতেন। তিনি রাজ্যের অন্যতম বড় বিড়ি কোম্পানি শ্যাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =