বিজেপি কর্মীদের দৌড় করিয়ে মারার হুমকি নেতার, ভাইরাল ভিডিও

লখনউ: বিজেপি কর্মীদের দৌড়ে দৌড়ে মারবো! বিতর্কিত মন্তব্য বিএসপি নেতার। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। বিজেপিকে হারাতে উত্তরপ্রদেশে জোট বেঁধেছে পিসি ভাইপো। সেই জোটের অঙ্ক কষাও এখনও পুরোপুরো শেষ হয়নি। তার আগেই তেড়ে ফুঁড়ে ময়দানে নেমে পড়েছে জোট শিবির। ভিডিও উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি জনসভার। মঙ্গলবারই তোলা হয়েছে। সেখানে বিএসপি নেতা বিজয় যাদবকে দেখা গেল বেশ আক্রমনাত্বক

বিজেপি কর্মীদের দৌড় করিয়ে মারার হুমকি নেতার, ভাইরাল ভিডিও

লখনউ: বিজেপি কর্মীদের দৌড়ে দৌড়ে মারবো! বিতর্কিত মন্তব্য বিএসপি নেতার। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। বিজেপিকে হারাতে উত্তরপ্রদেশে জোট বেঁধেছে পিসি ভাইপো। সেই জোটের অঙ্ক কষাও এখনও পুরোপুরো শেষ হয়নি। তার আগেই তেড়ে ফুঁড়ে ময়দানে নেমে পড়েছে জোট শিবির।

ভিডিও উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি জনসভার। মঙ্গলবারই তোলা হয়েছে। সেখানে বিএসপি নেতা বিজয় যাদবকে দেখা গেল বেশ আক্রমনাত্বক ভূমিকায়। কোনও রাখঢাক না রেখেই সরাসরি হুমকি দেন বিজেপি কর্মীদের উদ্দেশ্য। বলেন, এসব বিজেপি কর্মীদের দৌড়ে দৌড়ে মারবো। ভয় পাওয়ার কোনও কারণ নেই। লোকসভার আগেই যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে তার আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে। তবে, পরস্পরকে আক্রমণ শানাতে গিয়ে শালীনতার সীমাও যেভাবে পেরিয়ে যাচ্ছে, তা যথেষ্ট উদ্বেগজনক। তবে শুধু বিএসপি নয়, এই তালিকায় প্রায় সব রাজনৈতিক দলেরই নাম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fifteen =