নয়াদিল্লি: আজকের প্রজাতন্ত্র দিবস উদযাপন যে একটু অন্যরকম হবে তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। রাজধানী দিল্লিতে একদিকে নিয়মমাফিক কুচকাওয়াজ এবং প্রজাতন্ত্র দিবস উদযাপন। ঠিক অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ এবং আন্দোলন। ট্রাক্টর রালির জন্য আজকের দিন বেছে নিয়েছিল কৃষকরা। সেই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হল রাজধানী। তাদের মিছিলে তারা হল লাঠিচার্জ এবং ছোড়া হল কাঁদানে গ্যাস। এমনকি জলকামান পর্যন্ত ব্যবহার করা হয়েছে।
নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ কৃষক সংগঠনগুলির উদ্যোগে রাজধানীতে শুরু করা হয় ট্রাক্টর মার্চ। শুরুতেই পুলিশের ব্যারিকেড ভাঙ্গার অভিযোগ তোলা হয় প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই লাঠিচার্জ থেকে শুরু করে মিছিলের উদ্দেশ্যে ছোড়া হয় টিয়ার গ্যাস এবং চালানো হয় জলকামান। দিল্লি পুলিশ কৃষকদের নির্দিষ্ট পথে মিছিল করার অনুমতি দিয়েছিল, একইসঙ্গে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ হওয়ার পর মিছিল করতে বলা হয়েছিল কিন্তু তার শোনেনি কৃষক সংগঠনগুলি। এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় কৃষকদের ট্রাক্টর মার্চ। দিল্লির সিংহ সীমান্তে জড়ো হন কয়েক হাজার কৃষক। পরবর্তী ক্ষেত্রে কার্যকর ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, দিল্লির সঞ্জয় গান্ধীর ট্রান্সপোর্ট নগরে বিক্ষুব্ধ কৃষকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ একই সঙ্গে ছোড়া হয় টিয়ার গ্যাস। পরবর্তী ক্ষেত্রে পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়ায় কৃষকদের উপর লাঠিচার্জ পর্যন্ত করা হয়।
Delhi: Police use tear gas to disperse farmers at Sanjay Gandhi Transport Nagar
Farmers tractor rally form Singhu border arrived here pic.twitter.com/g36JzH4ke4
— ANI (@ANI) January 26, 2021
কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে বিগত কয়েক মাস ধরে আন্দোলন করছেন দেশের কৃষকরা। এখনো পর্যন্ত প্রায় ১১ বার বৈঠক হওয়ার পরেও মধ্যে সমাধান সূত্র বের করতে পারেননি কেউ। কৃষি আইনের ভবিষ্যৎ কি তা এখনো কারো জানা নেই। এই প্রেক্ষিতে আইন সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন করবেন বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কৃষক সংগঠনগুলি। তারই একটা অংশ আজকে ট্রাক্টর মার্চ। তবে এখন কৃষকদের ওপর এই লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করার ঘটনা কী বার্তা বহন করবে তাতো সময় বলবে।