অগ্নিপথের বিক্ষোভে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয় রেলপথ, একদিনে জ্বলল সাতটি ট্রেন

অগ্নিপথের বিক্ষোভে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয় রেলপথ, একদিনে জ্বলল সাতটি ট্রেন

630f5246bbe66f6a6f937af486660b98

নয়াদিল্লি: সশস্ত্র বাহিনীতে নতুন নিয়োগের মডেল অগ্নিপথকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিক্ষোভ, আন্দোলনের আগুন জ্বলে উঠেছে গোটা দেশজুড়ে। বুধবার ভারতের সশস্ত্র তিন বাহিনীতে অগ্নিপথ মডেলের মাধ্যমে নিয়োগের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর পরেই মাথাচাড়া দেয় বিতর্ক, সমালোচনা। তার রেশ ধরেই বৃহস্পতিবার সকাল থেকে অগ্নিপথের প্রতিবাদে জ্বলে ওঠে বিহার। বৃহস্পতিবার সকালে বিহারের চপড়া রেল স্টেশনে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সেই দিয়েই সূত্রপাত। গত ২৪ ঘন্টার মধ্যেই অগ্নিপথকে কেন্দ্র করে এই আন্দোলন বিহার ছাপিয়ে উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত হয়েছে। একের পর এক জায়গায় মাথাচাড়া দিয়েছে উত্তেজনা। বাস-গাড়ি ভাঙচুর থেকে ট্রেনে অগ্নিসংযোগ বাদ যায়নি কিছুই। জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশজুড়ে অন্তত সাতটি ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিহারের চপড়ার পর শুক্রবার উত্তরপ্রদেশের বালিয়া, তেলেঙ্গানার  সেকেন্দ্রাবাদেও ট্রেন জ্বালানোর ঘটনা ঘটেছে বলে খবর।

উল্লেখ্য শুক্রবার সকালে জানা যায় পূর্ব উত্তরপ্রদেশের বালিয়া স্টেশনে একটি ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া আরও বেশকিছু রেল স্টেশন ভাঙচুর করা হয়েছে। এই খবর সামনে আসতেই বিশাল পুলিশ এবং রেল রক্ষীবাহিনী স্টেশন চত্বর ঘিরে ফেলে পরিস্থিতির মোকাবিলায় নিয়োজিত হন। তার কিছুক্ষণ পরেই দক্ষিণের রাজ্য তেলেঙ্গানা থেকেও এই একই ঘটনার পুনরাবৃত্তির খবর আসে। জানা যায়, তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের একটি স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্টেশন চত্বরে পরিস্থিতি মুহূর্তের মধ্যে এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে বিক্ষোভকারীদের বাগে আনতে পুলিশকে গুলি পর্যন্ত চালাতে হয়েছে বলে খবর। ইতিমধ্যেই এই ঘটনায় একজন আন্দোলনকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবারও বিহারের সমস্তিপুর জেলার মহিউদ্দিনগর স্টেশন, বেগুসরাই স্টেশন, লখিসরাই স্টেশনে দাঁড়িয়ে থাকা একাধিক ট্রেনের কামরায় আগুন লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এর জেরে ভারতীয় রেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।

এমতাবস্থায় আগামীতে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যেই ২০০টি ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। এর মধ্যে ৪৫টি ট্রেন অগ্নিপথ আন্দোলনের জন্য বাতিল ঘোষণা করা হয়েছে। ১৩টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং বাকি বেশকিছু ট্রেন বিভিন্ন জায়গায় আটকে রয়েছে বলে খবর। অগ্নিপথ আন্দোলনের জেরে হাওড়া থেকেও তিনটি ট্রেন বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার সকালেই জানিয়ে দেওয়া হয়েছে পাটনা জনশতাব্দি, নয়াদিল্লি দুরন্ত এবং উপাসনা এক্সপ্রেস অগ্নিপথ আন্দোলনের কারণে বাতিল হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *