জঙ্গিদের কব্জায় ভারতীয় সেনার বিপুল পরিমাণ সম্পত্তি: রিপোর্ট

কলকাতা: ভিন দেশের শত্রু ও জঙ্গিদের উচ্ছেদের মূল দায়িত্ব যাদের উপর, সেই ভারতীয় সেনাবাহিনীর জমিই অন্যদের দখলে। ডিফেন্স এস্টেট অর্গানাইজেশন (ডিইও) সূত্রে জানা গিয়েছে, দেশে সেনাবাহিনীর মোট ১০ হাজার ২২০ একর জমি দখল হয়ে রয়েছে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে রাজ্যসভায় জানানো হয়, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ১ হাজার ৮৭টি জমি দখলমুক্ত করা হয়েছে। যার

9548034b4ff5e053ec39a3659ab0672b

জঙ্গিদের কব্জায় ভারতীয় সেনার বিপুল পরিমাণ সম্পত্তি: রিপোর্ট

কলকাতা: ভিন দেশের শত্রু ও জঙ্গিদের উচ্ছেদের মূল দায়িত্ব যাদের উপর, সেই ভারতীয় সেনাবাহিনীর জমিই অন্যদের দখলে। ডিফেন্স এস্টেট অর্গানাইজেশন (ডিইও) সূত্রে জানা গিয়েছে, দেশে সেনাবাহিনীর মোট ১০ হাজার ২২০ একর জমি দখল হয়ে রয়েছে।

সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে রাজ্যসভায় জানানো হয়, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ১ হাজার ৮৭টি জমি দখলমুক্ত করা হয়েছে। যার মোট পরিমাণ মাত্র ২১৬ একর। এই সূত্রে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিইও সূত্রে জানা গিয়েছে, ১৭ জনের মধ্যে ১৩ জন মধ্যপ্রদেশের, রাজস্থানের ৩ জন এবং হিমাচলপ্রদেশের ১ জন। রিপোর্ট অনুযায়ী, হরিয়ানায় ২৫ একর, হিমাচল প্রদেশে ৪০ একর, পাঞ্জাবে ৫০ একর এবং উত্তরপ্রদেশে ৭৫ একর জমি দখলমুক্ত করতে পেরেছে ডিইও। এ রাজ্যে মাত্র ৪৫ বর্গমিটারের দু’টি জমি দখলমুক্ত করা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভাম্রে জানিয়েছেন, জমি দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর পরিকাঠামো বা নয়া বায়ুসেনা ঘাঁটি তৈরির জন্য প্রচুর জমি প্রয়োজন। সেজন্য দখল হওয়া জমিগুলি মুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *