Aajbikel

বদ্রীনাথ যাওয়ার রাস্তায় ধস, উত্তরাখণ্ডে বিপাকে বহু পর্যটক

 | 
landslide

নয়াদিল্লি: লাগাতার বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে বিরাট প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিগত কয়েক দিন ধরেই এই রাজ্যের একাধিক জায়গার রাস্তায় ধস নামার খবর সামনে এসেছে। বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন বহু পর্যটক। এবার জানা গেল, বদ্রীনাথ যাওয়ার রাস্তাতেও ধস নেমেছে। সেখানেও বিপাকে পড়েছেন বহু পর্যটক। জানা গিয়েছে, চামোলি জেলার ছিনকায় সাত নম্বর জাতীয় সড়কের একাংশ বন্ধ হয়ে গিয়েছে ধসের কারণে। এই রাস্তা দিয়েই বদ্রীনাথ যেতে হয়। 

কিছুদিন আগে হিমাচল প্রদেশেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। মাণ্ডি থেকে কুলু যাওয়ার জাতীয় সড়কে ধস নামে। সেই সময়ে আটকে পড়েন প্রায় ২০০ পর্যটক। টানা ১৫ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গত কয়েক দিনে এই রাজ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত ৩৪ জন। তাই ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে এখন আশঙ্কা বাড়ছে। দীপাবলি পর্যন্ত মন্দির খোলা থাকায় কেদারনাথ এবং বদ্রীনাথে যান বহু মানুষ। তাই এই সময়ে বড়সড় দুর্যোগ এলে অনেক প্রাণহানির শঙ্কা থেকে যায়। 

আবহাওয়া দফতর অনেক আগেই জানিয়েছে যে, দেশে বর্ষা ঢুকে গিয়েছে। ইতিমধ্যেই ভারতের ৮০ শতাংশ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। উত্তরাখণ্ড এবং হিমাচল ছাড়াও উত্তরপ্রদেশ, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থানের মতো রাজ্যে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে তো আবার মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতিও হয়ে গিয়েছে। অনেক জায়গায় পাঁচিল ভেঙে পড়ার খবর আসছে, বহু জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।  

Around The Web

Trending News

You May like