উত্তরাখণ্ডের ভয়াবহ ধসের কারণ কী? কেন্দ্রকে আক্রমণ অধীরের

উত্তরাখণ্ডের ভয়াবহ ধসের কারণ কী? কেন্দ্রকে আক্রমণ অধীরের

 দেরাদুন: ভয়ঙ্কর তুষারধসে উত্তরাখণ্ডে ফিরল আট বছর আগের স্মৃতি। উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনি গ্রামের কাছে হিমবাহ ভেঙে যাওয়ায় নেমেছে ভয়াবহ ধস। নিখোঁজ ১০৪ এরও বেশি। ঘটনাস্থলে উদ্ধারকার চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল। আটকে পড়া পর্যটকদের উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় বায়ুসেনা। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কয়েক জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

গোটা ঘটনায় তৎপরতা দেখিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও। উত্তরাখণ্ডের মানুষের প্রতি তার আবেদন, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার ফোন করে ঘটনার খোঁজ নিচ্ছেন। যেকোনও অবস্থায় উত্তরাখণ্ডের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে রবিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

কংগ্রেস নেতা অধীর বললেন, “এই ধরনের ধস কেন নামছে তার জন্য কেন্দ্রীয় সরকারকে এর পূর্ণাঙ্গ অনুসন্ধান করতে বলব। উন্নয়নের নাম করে মানুষের মৃত্যুযজ্ঞ হলে সেটা আর উন্নয়ন থাকে না।” তিনি আরও জানান, “ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে জিজ্ঞেস করব, এত বড় বড় উন্নয়নের কথা বলার পর যদি প্রকৃতিকে রক্ষা করতে না পারি তাহলে প্রকৃতি মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এবং সেটা আমাদের সকলকে ভুগতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eleven =