পাথরের খনিতে ধস, মিজোরামে একাধিকের মৃত্যুর আশঙ্কা
Nov 14, 2022, 20:24 IST
| 
আইজল: কাজ চলাকালীন এক পাথরের খনিতে ধস। অন্তত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মিজোরামের হানাথিয়াল জেলার মৌদারহে। জানা গিয়েছে, যে সময় এই ঘটনা ঘটে সেই সময়ে ১৫ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। তাই আশঙ্কা করা হচ্ছে যে, অনেকের প্রাণহানি হতে পারে। এও জানা গিয়েছে, শ্রমিকের পাশাপাশি বেশ কিছু যন্ত্রও মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজ্য সরকার ওই স্থানে উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। শুরু হয়েছে উদ্ধারকাজ।