Aajbikel

কয়লা খাদানে ধস, চাপা পড়ে অনেকের মৃত্যুর আশঙ্কা

 | 
The Coal India Authority recruit 6700 employees

ধানবাদ: বড়সড় দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডের ধানবাদে। বেআইনি কয়লা খাদানে ধস নামায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। একই সঙ্গে বহু শ্রমিকের ধসে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই মৃত্যুর সংখ্যা যে বাড়বে সেই ভয় থেকেই গিয়েছে। ইতিমধ্যেই ১টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। আরও মৃত্যুর দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধানবাদ শহর থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত ভোওরা কোলিয়ারি এলাকায় কয়লা খনিতে ধস নামে। বহু গ্রামবাসী এই বেআইনি খাদানে কয়লা উত্তোলনের কাজ করেন। ধস নামার পর ৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছে। কিন্তু সরকারের তরফে এখনও এমন কিছু জানান হয়নি। আপাতত ১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি। তবে আশঙ্কা করা হচ্ছে খনির ভিতরে আরও দেহ আছে। এই ঘটনায় বেআইনি কয়লা খনি নিয়ে অভিযোগ আরও বেশি বেড়েছে। 

অনেকের দাবি, এই ইস্যুতে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। অপরিকল্পিত খননের জেরে গোটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসপ্রবণ হয়ে গিয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের উদ্যোগের অভাব বলেই এই সমস্যার সমাধান হচ্ছে না এবং দিন দিন মানুষের প্রাণহানির আশঙ্কা আরও বাড়ছে বলেই সরব হয়েছে প্রত্যেকে।  

Around The Web

Trending News

You May like