landing of vikram
নয়াদিল্লি: সব ঠিক থাকলে আগামী বুধবার, ২৩ আগস্ট ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করার কথা চন্দ্রযান ৩ ল্যান্ডার ‘বিক্রম’-এর। এই মাটি ছোঁয়ার জন্য বিক্রমের প্রয়োজন অপেক্ষাকৃত মসৃণ জমি। আপাতত তারই সন্ধানেই রয়েছে ইসরো। তবে তার আগে একটি সুখবর শোনানো হয়েছে। ল্যান্ডার ‘বিক্রম’-এর চাঁদে নামার মুহূর্ত চাক্ষুষ করতে পারে আপামর ভারতবাসী। কারণ এই মুহূর্তের ‘লাইভ টেলিকাস্ট’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩৷ তবে অন্ধকারে ঢাকা চাঁদের দক্ষিণ মেরু বেশ দুর্গম৷ তাই সঠিক ল্যান্ডিং অবশ্যভাবে প্রয়োজন। নাহলে গতবারের মতো মস্ত বড় ভুল হয়ে যেতে পারে। তাই অপেক্ষাকৃত মসৃণ জমি খুঁজে চন্দ্রযান ৩ ল্যান্ডারকে চাঁদের মাটিতে সফলভাবে নামাতে বদ্ধপরিকর ইসরো। স্পষ্ট বলা যায়, চাঁদে নামার এই মুহূর্ত কতটা রোমহর্ষক হতে চলেছে। তাই সাধারণ মানুষ যাতে সেটা চাক্ষুষ করতে পারে তার উদ্যোগ নিয়েই নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ২৩ আগস্ট বিকেল ৫.২৭ মিনিট থেকে ‘লাইভ টেলিকাস্ট’ দেখাবে ইসরো। শুধু তাদের ওয়েবসাইট নয়, ফেসবুক, ইউটিউব পেজে, এমনকি ডিডি ন্যাশেনাল চ্যানেলেও এই লাইভ দেখানো হবে।
চাঁদের দক্ষিণ মেরু জয় রীতিমতো চ্যালেঞ্জের৷ কারণ ঘুটঘুটে অন্ধকারে ঢাকা দক্ষিণ মেরুতে প্রতিপদে রয়েছে প্রতিকূলতা৷ চাঁদের এই অংশে সূর্যের আলো পৌঁছয় না। এই অংশের তাপমাত্রা হিমাঙ্কের ২৩০ ডিগ্রি পর্যন্ত নীচে নেমে যায়। আপাদমস্তক বরফে ঢাকা। এত প্রবল ঠাণ্ডায় অনেক সময় বৈদ্যুতিন যন্ত্রপাতিও বিগড়ে যায়। তার উপর রয়েছে বিশাল বিশাল কিছু খাদ৷ কোনও কোনও খাদের গভীরতা আবার হাজার কিলোমিটারেরও বেশি। টিমটিম করছে আলো৷ তবে বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারত।