নয়াদিল্লি: পরিকল্পনা মতোই বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ চাঁদের পঞ্চম তথা শেষ কক্ষপথে ঢুকে পড়ে চন্দ্রযান ৩। ইসরোর তরফে জানানো হয়েছিল, বৃহস্পতিবারই চন্দ্রযানের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ল্যান্ডার বিক্রম। এর পরেই শুরু হবে চন্দ্রযানের চাঁদের বুকে নামার প্রক্রিয়া৷ সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে। চন্দ্রযান-৩ থেকে সফল ভাবে ল্যান্ডারকে আলাদা করে দিয়েছে ইসরো। এ বার ধীরে ধীরে চাঁদে বুকে পা রাখার চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম।
ইসরো জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী বুধবার চাঁদে সফল অবতরণ হবে চন্দ্রযান ৩-এর। আপাতত ল্যান্ডারের প্রাথমিক গন্তব্য চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার ওপরের কক্ষপথ। সেখান থেকে ধাপে ধাপে চাঁদের বুকে নামার প্রয়াস করানো হবে। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ করা হয় ভারতীয় মহাকাশযানের। পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে তার চারপাশে ঘুরপাক খেতে খেতে উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের কক্ষপথ ধরে চন্দ্রযান-৩৷ সেখানেও পাঁচ বার কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে তার।
আগামী বুধবার অর্থাৎ ২৩ আগস্ট চাঁদে নামার কথা চন্দ্রযানের। তবে বিশেষজ্ঞদের মতে, ল্যান্ডার বিচ্ছেদের পর অবতরণ প্রক্রিয়ায় সাধারণত এত সময় লাগে না। তাই অনেকের ধারনা, নির্ধারিত দিনের আগেই হয়তো চাঁদে নেমে যেতে পারে চন্দ্রযান ৩। সেটা হলেও অনন্য এক ইতিহাস সৃষ্টি করবে ভারত। প্রসঙ্গত, চার বছর আগে ঠিক একই পর্যায়ে এসে সফল অবতরণ করতে পারেনি চন্দ্রযান ২। এই অভিযান সফল হলে, আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে চাঁদে অবতরণ করবে ভারত। সেই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম বার পা রাখবে কোনও দেশ।