Aajbikel

চাঁদেও হয় ভূমিকম্প! ধরা পড়ল বিক্রমের ‘ইলসা’, কী ভাবে কম্পন খতিয়ে দেখছে ইসরো

 | 
চন্দ্রযান

নয়াদিল্লি: ইতিহাস লিখে ২৩ অগাস্ট চাঁদের মাটিতে পা রাখে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’৷ এর কয়েক ঘণ্টা পর বিক্রমের পেট থেকে ভূমিষ্ঠ হয় রোভার ‘প্রজ্ঞান’৷ এর পর থেকেই শুরু হয় তাদের অনুসন্ধান৷ চাঁদ থেকে বিভিন্ন তথ্য পাঠিয়ে চলেছে তারা৷ সেই অনুসন্ধানপর্ব চলার মাঝেই কেঁপে উঠল চাঁদের মাটি৷ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, গত ২৬ অগাস্ট ল্যান্ডার বিক্রম চাঁদে একটি ‘প্রাকৃতিক’ ভূমিকম্প উপলব্ধি করেছে।

ইসরোর তরফে জানানো হয়ছে, ল্যান্ডার বিক্রমের থাকা ভূমিকম্প শনাক্তকারী পেলোড ইলসা (ইনস্ট্রুমেন্টস ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি) এই কম্পন শনাক্ত করতে সক্ষম হয়েছে। এর আগেও রোভার প্রজ্ঞান এবং অন্যান্য পেলোডের কারণে সৃষ্টি কম্পন ধরে ফেলেছিল ইলসা। কিন্তু ২৬ অগাস্ট কী কারণে ভূমিকম্প হয়েছিল, সেই কারণ খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা৷ পেলোড ইলসা-র প্রাথমিক উদ্দেশ্যই হল, ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করেছে, তার আশপাশের মাটির কম্পন এবং এর প্রভাব সংক্রান্ত তথ্য সংগ্রহ করা।

বৃহস্পতিবার ইসরোর টুইট, ‘‘তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডারের পেলোড ইলসা, রোভার এবং অন্যান্য পেলোডের গতিবিধির কারণে সৃষ্টি কম্পনকে চিহ্নিত করা গিয়েছে। একই সঙ্গে ২৬ অগাস্ট ইলসা আরও একটি কম্পন চিহ্নিত করেছে। যা প্রাকৃতিক বলেই মনে করা হচ্ছে।’’ এই কম্পনের উৎস এখন খতিয়ে দেখা হচ্ছে৷ ইলসায় ধরা পড়া চাঁদের মাটির কম্পনকে একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

Around The Web

Trending News

You May like