বিহারে খাতায় খুলতে পারল না লালুর দল

পাটনা : সমোসায় আলু ঠিকই থাকলেও বিহারে আর লালু নেই। এই প্রথম লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল বিহারে লোকসভার একটি আসনও জিততে পারল না। এবার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল তারা। ২০টি আসনে লড়ে একটিতেও জিততে পারেনি তেজস্বী যাদবের দল। ২০১৪ সালে তারা জিতেছিল ২৭টিতে, এবার শূন্য। ১৯৯৭ সালে লালুপ্রসাদের হাতে তৈরি রাষ্ট্রীয় জনতা দল।

বিহারে খাতায় খুলতে পারল না লালুর দল

পাটনা : সমোসায় আলু ঠিকই থাকলেও বিহারে আর লালু নেই। এই প্রথম লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল বিহারে লোকসভার একটি আসনও জিততে পারল না। এবার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল তারা। ২০টি আসনে লড়ে একটিতেও জিততে পারেনি তেজস্বী যাদবের দল।

২০১৪ সালে তারা জিতেছিল ২৭টিতে, এবার শূন্য। ১৯৯৭ সালে লালুপ্রসাদের হাতে তৈরি রাষ্ট্রীয় জনতা দল। ২০০৮ সালে দল জাতীয়স্তরের পার্টির মর্যাদা পায়। ১৯৯৮ সালে তাদের পর্থম লোকসভা ভোটে তারা জিতেছিল ১৭টিতে। এবার জোটসঙ্গি কংগ্রেস বিহারে একটি আসনে জিততে পেরেছে। তারা ৯ জন প্রার্থী দিয়েছিল। অন্যদিকে, এনডিএর মধ্যে বিজেপি পেয়েছে ১৭টি, জনতা দল (ইউ) পেয়েছে ১৬টি এবং রামবিলাস পাসোয়ানের লোকজনশক্তি পার্টির হাতে এসেছে ৬টি আসন। সবমিলিয়ে বিজেপি জোট জিতেছে ৩৭টি সিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =