নীতীশ হাত ছাড়তেই ইডি দফতরে লালু! জমির বদলে চাকরি মামলায় তলব

নীতীশ হাত ছাড়তেই ইডি দফতরে লালু! জমির বদলে চাকরি মামলায় তলব

পাটনা: বিহারে রাজনৈতিক পালাবদলে ঘটতেই ফেরে ইডির দফতরে হাজিরা ডাক পড়ল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। জমির বিনিময়ে চাকরি মামলায় পটনায় কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজিরা দিলেন লালু৷ 

বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের ‘গ্রুপ ডি’ পদে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে৷ এই মামলায় নাম জড়ায় আরজেডি সুপ্রিমোর। সেই সময় রেলমন্ত্রী ছিলেন লালু৷ এদিকে, ফের পাল্টি খেয়ে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে ‘মহাগঠবন্ধন’ ভেঙে বিজেপি’র হাত ধরেন নীতীশ কুমার৷  রবিবার নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি৷ আর সোমবারই জমির বিনিময়ে চাকরি মামলায় পাটনায় ইডির দফতরে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ রাজনীতির অন্দরে প্রশ্ন, ফের কি গ্রেফতার হবেন লালু? নীতীশের শপথ গ্রহণের পরেই লালু ইডি দফতরে পৌঁছন৷ যদিও ইডি সূত্রে খবর, গত ১৯ জানুয়ারিই লালুর বাড়িতে গিয়ে শমন ধরিয়েছিলেন ইডি আধিকারিকরা৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *