জামিন অবশেষে মঞ্জুর, সাড়ে তিন বছর পর জেল থেকে বেরোবেন লালু

জামিন অবশেষে মঞ্জুর, সাড়ে তিন বছর পর জেল থেকে বেরোবেন লালু

রাঁচি: পশুখাদ্য দুর্নীতি মামলায় অবশেষে জামিন মিললো বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের। প্রায় সাড়ে তিন বছর পর জেল থেকে ছাড়া পাবেন তিনি। এদিন লালু প্রসাদ যাদবের জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। মোট চারটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগে তিনটি মামলায় জামিন মিললেও, চতুর্থ মামলা এখনো বাকি ছিল। আজ চতুর্থ মামলাতেও জামিন মঞ্জুর হয়েছে তাঁর। 

এদিন ‘দুমকা ট্রেজারি’ মামলায় তার জামিন মঞ্জুর করেছে আদালত। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা বেআইনি ভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে দু’টি ধারায় ৭ বছরের জেল হয়েছিল তাঁর। মোট চারটি মামলায় ২০১৭-র ডিসেম্বর থেকে জেলবন্দি লালু। তবে বেশিরভাগ সময়ে হাসপাতালে কাটাতে হয়েছিল লালুপ্রসাদ যাদবকে কারণ তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। এই সময় দলের সম্পূর্ণ দায়ভার এসে পড়েছিল তাঁর ছেলে তেজস্বী যাদবের। তিনি নিজের নেতৃত্বে দল পরিচালনা করে গত বছর বিহারের বিধানসভা নির্বাচনে বড় রকমের সাফল্য পান। গত বছরই প্রথমবার বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যায়নি লালু প্রসাদ যাদবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + twelve =