পাটনা: চার চারটি মামলায় দোষী সাব্যস্ত ছিলেন তিনি কিন্তু জামিন পাওয়া গিয়েছিল। তবে পঞ্চম পশুখাদ্য মামলায় ফের একবার দোষী সাব্যস্ত হয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। সেই মামলায় আজ সাজা ঘোষণা হল তাঁর। জানা গিয়েছে, পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে। এর সঙ্গে রয়েছে ৬০ লক্ষ টাকা জরিমানা।
আরও পড়ুন- ‘আইপ্যাকের জন্যই এত নির্দল, ছেলেটাকে পেলে পালিশ করে দিতাম’, তুলোধনা কল্যাণের
সিবিআই আদালত পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত পঞ্চম মামলায় এই শাস্তি দিয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তার বিরুদ্ধে প্রায় ১৪০ কোটি টাকার তছরুপের অভিযোগ ছিল। এটাই ছিল লালুর বিরুদ্ধে চূড়ান্ত মামলা। সেই মামলাতেই আবার জেলযাত্রা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আগের মামলাগুলি থেকে গত বছর এপ্রিলে জামিন পেয়েছিলেন তিনি। এতদিন জেলের বাইরে ছিলেন লালু কিন্তু এখন আবার তাঁকে জেলে যেতে হচ্ছে। প্রসঙ্গত, এই মামলায় লালু-সহ মোট ১৭০ জন অভিযুক্ত। তাদের মধ্যে ইতিমধ্যেই ৫৫ জনের মৃত্যু হয়েছে। ২ জন ইতিমধ্যেই আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। এছাড়া ৭ জন রাজসাক্ষী হয়েছেন এবং ৭ জন পলাতক। বাকি ৯৯ জন অভিযুক্তদের শুনানি চলছিল এতদিন ধরে।
গত বছর এপ্রিল মাসে যখন লালু যাদব জামিন পেয়েছিলেন তখন প্রায় সাড়ে ৩ বছর পর তিনি জেল থেকে বেরিয়েছিলেন। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা বেআইনি ভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে দু’টি ধারায় ৭ বছরের জেল হয়েছিল তাঁর। মোট চারটি মামলায় ২০১৭ সালের ডিসেম্বর থেকে জেলবন্দি ছিলেন লালু। তবে বেশিরভাগ সময়ে হাসপাতালে কাটাতে হয়েছিল লালুপ্রসাদ যাদবকে কারণ তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন।