Aajbikel

ঠাঁই খুঁজছেন, ভোটে হেরে যেতে হবে! মোদীর বিদেশ সফরকে কটাক্ষ লালুর

 | 
লালু

নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে উত্তাপ এখন থেকেই বেড়ে যাচ্ছে। প্রতিটা রাজনৈতিক দলই নিজেদের মতো করে মাটি শক্ত করার কাজ শুরু করে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে একাধিক বিরোধী দল 'ইন্ডিয়া' জোট বানিয়েছে। তবে এই জোটকে তোপ দাগতে দেরী করেননি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলগুলি দুর্নীতি, স্বজনপ্রীতি করতে এই জোট করেছে বলে দাবি করেন তিনি। এবার তার পাল্টা দিয়ে মোদীকে নিশানা করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব। 

প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাভাবিকভাবেই নানা বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। কয়েক দিন আগেই তিনি বিদেশ সফর করে আসেন। আর মোদীর এই বিদেশ সফরকেই কটাক্ষ করেছেন লালু যাদব। তাঁর দাবি, ২০২৪ সালের নির্বাচনে বিজেপি গো-হারা হারবে, নিজের কেন্দ্রে হারবেন নরেন্দ্র মোদীও। তাই ঘন ঘন বিদেশ সফর করছেন তিনি। লালুর কথায়, ভোটে হারার পর বিদেশেই কোথাও গিয়ে থাকতে হবে তাঁকে, তাই এখন থেকে নরেন্দ্র মোদী জায়গা খুঁজে রাখছেন। দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার পর বর্তমানে কিছুটা সুস্থ লালু প্রসাদ। বহুদিন পর ছেলে তথা বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব আয়োজিত একটি অনুষ্ঠান যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই এই দাবি করেন লালু। 

প্রসঙ্গত, কিডনির সমস্যা নিয়ে দিল্লি এইমসে চিকিৎসা চলছিল লালুর। তারপর মেয়ে রোহিণীর উদ্যোগে তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় এবং কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) হয়। মেয়ে রোহিণীই তাঁর বাবাকে কিডনি দান করেন। যদিও লালু মেয়ের থেকে কিডনি নিতে চাননি। কিন্তু তাঁর মেয়ে নিজে তাঁকে কিডনি প্রতিস্থাপন নিয়ে একাধিক পরিসংখ্যান দেখায় এবং তাঁর সম্মতি নেয় এই অস্ত্রপচাররে জন্য।

Around The Web

Trending News

You May like