IRCTC কেলেঙ্কারি মামলায় জামিন পেল লালুর পরিবার

নয়াদিল্লি: সোমবার আইআরসিটিসি কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ, রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি আদালত৷ এদিন আদালতে বিশেষ বিচারক অরুণ ভরদ্বাজ ব্যক্তিগত বন্ডে এই তিনজনের জামিনের আবেদন মঞ্জুর করেন৷ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) মামলায় দুর্নীতির অভিযোগ রয়েছে লালু প্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও তাঁর পুত্র তেজস্বীর বিরুদ্ধে৷ সিবিআই-য়ের

IRCTC কেলেঙ্কারি মামলায় জামিন পেল লালুর পরিবার

নয়াদিল্লি: সোমবার আইআরসিটিসি কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ, রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি আদালত৷ এদিন আদালতে বিশেষ বিচারক অরুণ ভরদ্বাজ ব্যক্তিগত বন্ডে এই তিনজনের জামিনের আবেদন মঞ্জুর করেন৷

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) মামলায় দুর্নীতির অভিযোগ রয়েছে লালু প্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও তাঁর পুত্র তেজস্বীর বিরুদ্ধে৷ সিবিআই-য়ের দেওয়া চার্জশিট অনুযায়ী ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি-র ক্যাটারিংয়ের দায়িত্ব বিহারের সুজাতা হোটেল নামে এক হোটেল সংস্থাকে অনৈতিকভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ এবং এই বরাত পাওয়াতে তৎকালীন রেলমন্ত্রী হিসেবে লালু প্রসাদ তাঁর ক্ষমতার অপব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে৷ সিবিআই-য়ের এই চার্জশিটের বয়ানের ওপর ভিত্তি করে ইডি আবার যাদব দম্পত্তি-সহ তাঁদের পুত্র ও একাধিক হোটেল মালিকের বিরুদ্ধে টাকা তছরুপের মামলা করে৷ টেন্ডার প্রক্রিয়াও যথেষ্ট অস্বচ্ছ ছিল বলেও দাবি করেছে ইডি। যদিও এদিন শুধু সিবিআই-য়ের করা মামলাতে জামিন মিলেছে তাঁদের৷ ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। যদিও ২০১৭ সালের ডিসেম্বর থেকে পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে রাঁচি জেলে আছেন লালু প্রসাদ যাদব। এই মাসের শুরু দিকেই তিনটি পশুখাদ্য মামলায় জামিন চেয়ে আবেদন করেছিলেন লালু। কিন্তু ঝাড়খন্ড আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =