লাদাখ: প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ফের ভারতীয় এবং চিনা সেনার মধ্যে উত্তেজনা৷ দু’তরফে চালানো হল শূণ্যে গুলি৷ প্যাংগং সোয়ের উত্তর পাড়ে দীর্ঘ উচ্চতায় এলাকার দখল নেয় ভারতীয় সেনা, অন্যদিকে ফিঙ্গার ফোরের সীমান্তরেখা বরাবর নিজেদের জমিয়ে ফেলেছে চিনা সেনা৷
২৯ ও ৩০ অগাস্টের পর থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি লড়াই এই নিয়ে তৃতীয়বার৷ যদিও ৪৫ বছরে এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চলল গুলি৷ ফিঙ্গার থ্রি ও ফিঙ্গার ফোরের মাঝে, পূর্ব লাদাখের প্যাংগং লেক সংলগ্ন এলাকায় গুলি চলার অভিযোগ উঠেছে৷ ভারত চিন সাম্প্রতিক সীমান্ত সমস্যার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ পাড়। এছাড়াও এলাকার চারটি ভাগ যেখানে দুই শত্রুই নিজের নিজের এলাকার পুরোভাগে রয়েছে তার ঠিক মাঝ বরাবর রয়েছে এই দুই এলাকা। লেকের দুই পাড়ে ভারত ও চিনা সেনারা মাত্র কয়েকশ মিটারে ব্যবধানে বিবদমান অবস্থায় রয়েছে।
লেকের দক্ষিণ পাড় বরাবরও গুলি চলে। গত সপ্তাহেই ভারতীয় সেনার তরফে বলা হয় ৭ সেপ্টেম্বর চিনা সেনা তাদের অস্ত্র দিয়ে শূণ্যে গুলি ছোড়ে। রেঝাং লার কাছে মুখপারি শীর্ষে ভারতীয় সেনাদের দখলে থাকা এলাকার কাছাকাছি আসার প্রচেষ্টা ব্র্থ হওয়ার সময় ভারতীয় সেনাদের মনোবল ভাঙচতেই এই আয়োজম করা হয় বলে মনে করা হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সৈন্য সাজানোর ক্রমাগত চেষ্টা চালাচ্ছে চিন। তারা ক্রমাগত আগ্রাসনমূলক ব্যবহার করছে এবং একা একাই পরিস্থিতি বদলের চেষ্টা চালাচ্ছে। চিনের তরফে সাম্প্রতিক সমস্ত দ্বিপাক্ষিক চুক্তিভঙ্গের চেষ্টার অভিযোগ তোলেন প্রতিরক্ষামন্ত্রী।
এর পাশাপাশি তিনি বলেন ভারতীয় বাহিনী প্রয়োজন অনুযায়ী স্থিতি এবং সাহসিকতা দেখিয়েছে। তিনি আরও বলেন বাহিনী যেকোনও পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে সমর্থ। তিনি বলেন ভারতীয় সেনা এলাকায় পুরো নজরদারি রেখেছে। ভারত সরকার লাদাখে থাকা ৫০ হাজার সেনাকে পুরোপুরি সহায়তা দেওয়ার চেষ্টা করছে। তিনি এদিন সংসদে ঘোষণা যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে তাঁরা প্রস্তুত।