এবার বিধানসভা ভাঙতে বিজেপির টার্গেটে কুমারস্বামী, কমলনাথ

কর্নাটক : এবার বিজেপির নজরে কর্নাটক আর মধ্যপ্রদেশ। দুই রাজ্যে বিপুল হার কংগ্রেস আর জনতা দল (সেকুলার)-এর। ফলে চাপ বেড়েছে কুমারস্বামী আর কমলনাথের। ৬ মাস আগে মধ্যপ্রদেশে ২৩০ আসনের বিধানসভায় সামান্য ভোটের ব্যবধানে জিতে সরকার গড়েছিলেন কমলনাথ। রাজ্যের ২৯টির মধ্যে ২৮টি লোকসভা আসনে জিতে উজ্জীবিত বিজেপি কমলনাথের পদত্যাগ দাবি করতে শুরু করেছে। ইতিমধ্যেই বিধানসভার বিশেষ

এবার বিধানসভা ভাঙতে বিজেপির টার্গেটে কুমারস্বামী, কমলনাথ

কর্নাটক : এবার বিজেপির নজরে কর্নাটক আর মধ্যপ্রদেশ। দুই রাজ্যে বিপুল হার কংগ্রেস আর জনতা দল (সেকুলার)-এর। ফলে চাপ বেড়েছে কুমারস্বামী আর কমলনাথের। ৬ মাস আগে মধ্যপ্রদেশে ২৩০ আসনের বিধানসভায় সামান্য ভোটের ব্যবধানে জিতে সরকার গড়েছিলেন কমলনাথ। রাজ্যের ২৯টির মধ্যে ২৮টি লোকসভা আসনে জিতে উজ্জীবিত বিজেপি কমলনাথের পদত্যাগ দাবি করতে শুরু করেছে। ইতিমধ্যেই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়ে রাজ্যপালের কাছে চিঠি দিয়ে বিজেপি। দলের অভ্যন্তরেও ক্ষোভ কমলনাথকে নিয়ে।

অভিযোগ, নিজের ছেলে নকুলকে জেতাতেই তিনি ব্যস্ত ছিলেন। কর্মীরা তাঁর দেখাই পেতেন না। উল্লেখ্য, কমলনাথের সরকার বিএসপির ২ জন, সপার ১ জন এবং ৪ নির্দলের সমর্থনের ওপর নির্ভরশীল। এরই পাশাপাশি গভীর সঙ্কটে কর্নাটকের কুমারস্বামী। সেখানে ২৮ আসনের ২৭৮টিই জিতেছে বিজেপি। ১৯৮৯ সালে কংগ্রেসের এমন জয়ের পর কোনও পার্টি এই সংখ্যা ছুঁতে পারেনি। এই ফলের পর কংগ্রেসর সঙ্গে তাঁদের জোট নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 6 =