কলকাতা-মু্ম্বই শালিমার এক্সপ্রেসে বিস্ফোরণ, বড়সড় নাশকতার ছক!

মুম্বই: কলকাতা-মু্ম্বই শালিমার এক্সপ্রেসে নাশকতার ছক বানচাল করল রেল পুলিশ৷ অল্পের জন্য রক্ষা ট্রেন৷ কলকাতা থেকে মুম্বইয়ে এক্সপ্রেস ট্রেন কারশেড পৌঁছতই ঘটে বিস্ফোরণ৷ তবে, তীব্রতা কম থাকায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ ট্রেনের সিটের নীচ থেকে উদ্ধার ব্যাটারি ও ডেটোনেটর৷ সঙ্গে উদ্ধার হয়েছে রহস্যময় বেশ কিছু নথি৷ তাতে লাল কালি দিয়ে আঁকা বেশ কিছু নকশা৷ Mumbai

কলকাতা-মু্ম্বই শালিমার এক্সপ্রেসে বিস্ফোরণ, বড়সড় নাশকতার ছক!

মুম্বই: কলকাতা-মু্ম্বই শালিমার এক্সপ্রেসে নাশকতার ছক বানচাল করল রেল পুলিশ৷ অল্পের জন্য রক্ষা ট্রেন৷ কলকাতা থেকে মুম্বইয়ে এক্সপ্রেস ট্রেন কারশেড পৌঁছতই ঘটে বিস্ফোরণ৷ তবে, তীব্রতা কম থাকায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ ট্রেনের সিটের নীচ থেকে উদ্ধার ব্যাটারি ও ডেটোনেটর৷ সঙ্গে উদ্ধার হয়েছে রহস্যময় বেশ কিছু নথি৷ তাতে লাল কালি দিয়ে আঁকা বেশ কিছু নকশা৷

জানা গিয়েছে, বুধবার সকালে কলকাতা-মু্ম্বই শালিমার এক্সপ্রেস লোকমান্য তিলক টার্মিনাসে ঢোকে৷ সেখানে যাত্রীদের নামিয়ে রেকটি কারশেড পাঠানোর হয়৷ কারশেডের মধ্যেই বিস্ফোরণের শব্দ পান কর্মীরা৷ মুহূর্তে ঘটনাস্থলে যায় রেল পুলিশ৷ শুরু হয় তল্লাশি৷ একটি কোচের মধ্য থেকে বিস্ফোরক সহ বেশকিছু নথি উদ্ধার হয়৷ সীটের নীচ বিস্ফোরণ ঘটানোর জন্য যন্ত্রপাতি ও ব্যাটারিসহ ডেটোনেটর উদ্ধার হয়৷ পরে, সেগুলিকে নিস্ক্রিয় করা হয়৷ বিস্ফোরকগুলি কীভাবে সীটের নীচে এল? তা জানতে শুরু হয়েছে তদন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 3 =