ফের যান্ত্রিক গোলযোগ, রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী ইন্ডিগোর বিমান

ফের যান্ত্রিক গোলযোগ, রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী ইন্ডিগোর বিমান

গুয়াহাটিঃ ফের বিমান বিভ্রাট। ফের ইন্ডিগোর বিমান। বৃহস্পতিবার অল্পের জন্য রক্ষা পেল  গুয়াহাটি থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বিমান। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই বিমানের ৯০ জন যাত্রী। বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি টেক-অফের সময় রানওয়েতে পিছলে যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। ঘটনাটি ঘটে এদিন দুপুর ২টো ২০ মিনিট নাগাদ। পরে রাত ৮টা নাগাদ উড়ানটিকে বাতিল ঘোষণা করা হয়। ৯০ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর বিমানটির কলকাতায় আসার কথা ছিল গতকাল বিকেলে। তবে বিমানটি আর আকাশে ওড়েনি। তবে বিমানে থাকা সকল যাত্রীই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে বিমানবন্দরের তরফ থেকে। জানা গিয়েছে, ঘটনার তদন্তে এক বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে কোনও সমস্যা চোখে পড়েনি কোনও বিশেষজ্ঞের।

বৃহস্পতিবারের এই ঘটনার বিবরণ দিয়ে এক যাত্রী টুইট করে লেখেন, ‘গুয়াহাটি-কলকাতা ইন্ডিগো ফ্লাইট 6F 757 (6E757) রানওয়ে থেকে পিছলে অসমের জোরহাট বিমানবন্দরে কাদাময় মাঠে আটকে গিয়েছে। এদিন দুপুর ২টা ২০ মিনিটে ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও এই ঘটনার জন্য ফ্লাইটটি বিলম্বিত হয়।’ এর জবাবে ইন্ডিগোর তরফে একটি টুইটেই বলা হয়, ‘স্যার, আমরা এই ঘটনার কথা শুনে উদ্বিগ্ন হয়েছি এবং এখনই সংশ্লিষ্ট দলের সামনে বিষয়টি উত্থাপন করছি। অনুগ্রহ করে এর জন্য ডিএম-এর (ডিরেক্ট মেসেজ) মাধ্যমে আপনার পিএমআর আমাদের দিন। আমরা আশা করি আপনি ভালো এবং আরামে আপনার গন্তব্যে ভ্রমণ করতে পারবেন।’

উল্লেখ্য যান্ত্রিক গোলযোগের কারণে যাত্রীবাহী বিমান দুর্ঘটনাগ্রসস্থ হওয়া সাম্প্রতিককালে নিত্যদিনের ঘটনায় রূপান্তরিত হয়েছে। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো বেসরকারি সংস্থার যাত্রীবাহী বিমান এই একইভাবে দুর্ঘটনাগ্রস্থ হচ্ছে। মূলত সেই কারণেই গত মাসে বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটকে চিঠি ধরিয়েছিল কেন্দ্রীয় সরকার তথা ডিজিসি। শুধুমাত্র গত মাসেই স্পাইসজেটের ১০ টিরও বেশি যাত্রীবাহী বিমান ঠিক একইভাবে দুর্ঘটনাগ্রস্থ হয়। ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। স্পাইসজেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া- কম বেশি সব সংস্থার বিমানই এইভাবে বিপত্তির মুখে পড়ায় ডিজিসিও বেশ উদ্বিগ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =